কলকাতা: কুয়াশায় মুখ ঢেকে ঘুম ভাঙল শহরবাসীর৷ দেখা মেলেনি সূর্যের৷ বুধবার সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় কুয়াশার আস্তরণ৷ বেশ ভালোই মালুম হচ্ছে শীতের উপস্থিতি৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে৷ ১৫ ডিসেম্বর পেরলেই জাঁকিয়ে বসবে শীত৷ আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক (Kolkata winter weather forecast)
জাঁকিয়ে বসছে শীত Kolkata winter weather forecast
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, বুধবার থেকেই কনকনে শীতের আমেজ উপভোগ করতে শুরু করবে রাজ্যের মানুষ৷ লাগাতার পারদ পতনে জমে উঠবে শীতের মরশুম৷ আগামীকাল থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে রীতিমতো দাপট দেখাবে শীত৷ পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷ সপ্তাহান্তে কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে চলেছে৷ উত্তরের জেলাগুলিতে পারদ নামবে ১০ ডিগ্রি সেলসিয়াসে৷ ফলে দেখতে দেখতে বঙ্গে ঢুকেই পড়ল শীত৷ বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যের প্রায় ৯ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আগামী ৩-৪ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে হাওয়া অফিস৷
একাধিক জেলায় ঘন কুয়াশা Kolkata winter weather forecast
এদিকে, বুধবার রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে৷ দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা থাকবে৷ এদিকে, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী-সহ একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট৷ যার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে৷ কুয়াশার জেরে সকাল থেকেই বিভিন্ন শাখায় ট্রেন দেরীতে চলছে৷ বেশ কিছু ঘাটে বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস৷
West Bengal: Kolkata wakes up to dense fog and a cold wave on the horizon. Alipore Meteorological Department forecasts falling temperatures between December 11 and 18, with significant drops by December 15. No rain expected in the coming days.