নিম্নচাপেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন, বানভাসির আশঙ্কা বাড়ছে

দক্ষিণবঙ্গজুড়ে চলতি নিম্নচাপের (Weather Report) প্রভাবে সোমবার রাতভর টানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত থামার কোনও লক্ষণ নেই। এই বৃষ্টির ফলে শুধু কলকাতা নয়, আশেপাশের…

kolkata-weather-update-heavy-downpour-batters-south-bengal-amid-depression

দক্ষিণবঙ্গজুড়ে চলতি নিম্নচাপের (Weather Report) প্রভাবে সোমবার রাতভর টানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত থামার কোনও লক্ষণ নেই। এই বৃষ্টির ফলে শুধু কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতেও জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। বিশেষ করে রেলপথ ও মেট্রো পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। যাত্রীদের দুর্ভোগও তুঙ্গে।

রাতভর বৃষ্টির জেরে হাওড়া, সাঁতরাগাছি, শিয়ালদহ এবং পার্শ্ববর্তী একাধিক স্টেশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কোথাও রেললাইনের উপর জল জমে রয়েছে, কোথাও আবার সিগন্যালিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। বহু লোকাল ট্রেন সময়মতো ছাড়তে পারেনি, কিছু ট্রেন বাতিলও করতে হয়েছে। হাওড়া-শিয়ালদহ রুটে প্রতিদিন বিপুল যাত্রী যাতায়াত করেন। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেকেই চাকরি বা স্কুল-কলেজে পৌঁছতে পারছেন না।

   

মেট্রো রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, জল জমার কারণে কলকাতার ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা বাধ্য হচ্ছেন বিকল্প যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করতে। মেট্রোতে সাধারণত দ্রুত চলাচলের সুবিধা পাওয়া যায় বলে বহু মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল। ফলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের বিপাকে পড়তে হয়েছে।

শুধু রেল পরিষেবাই নয়, বৃষ্টির প্রভাব পড়েছে স্কুলগুলিতেও। শহরের একাধিক বেসরকারি স্কুল আজ, মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে। অনেক স্কুলে নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটেছে।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি থাকবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের দু’এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। গাড়ি ও বাস ধীরে চলছে, কোথাও কোথাও যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে। অফিসযাত্রীদের সকাল থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। মেট্রো ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় চাপে পড়েছে বাস ও ট্যাক্সি পরিষেবা। অ্যাপ ক্যাবের ভাড়া হঠাৎ বেড়ে গিয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলেও জল জমে চাষের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা চিন্তায় পড়েছেন। বৃষ্টির জেরে অনেক জায়গায় ছোটো নদী-খাল ফুলেফেঁপে উঠেছে।

কলকাতা পুরসভা ও বিভিন্ন পৌরসভা ইতিমধ্যেই জলনিকাশি ব্যবস্থা সক্রিয় করেছে। জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মীরাও নজরদারিতে রয়েছেন। প্রয়োজনে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News