কলকাতা: বড়দিনেও শহরে ফিরল না শীত৷ উষ্ণ আমেজেই কাটবে ২৫ ডিসেম্বর৷ কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থেকেই উধাও শীত৷ আগামী চারদিন রাতের তাপমাত্রায় বিশেষ পতন হবে না৷ ফলে ২০২৪-এ শীতের কামব্যাক এককথায় অনিশ্চিত৷ খানিক উষ্ণ ভাবেই হবে বর্ষবরণ৷
বৃষ্টির ভ্রুকূটি kolkata weather update
একে তো পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফিকে শীত৷ তার উপর নতুন করে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকূটি৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বেশ কিছু জেলায় কুয়াশা থাকবে৷ অন্যদিকে, দার্জিলিঙে তুষারপাত হতে পারে। (kolkata weather update)
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব kolkata weather update
আগামী শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিমে থাকা জেট স্ট্রিম উইন্ডের যৌথ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপর৷ ভরা পৌষে বাড়বে তাপমাত্রা৷ আলিপুর হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে৷ তার পর ফের উর্ধ্বমুখী হবে পারদ৷ গত ১০ বছরের উষ্ণতম বড়দিন দেখল কলকাতা৷
রোদ-মেঘের খেলা kolkata weather update
বুধবার রাজ্যের সর্বোত্র ঝকঝকে আকাশের দেখা মিলবে না৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও মুখ ভার করে বসবে আকাশ৷ তবে কোথাও কোথাও পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে৷ তবে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ৷ শুধু তাই নয়, বড়দিনেও বৃষ্টি হবে বাংলায়। বৃষ্টির পূর্বভাস রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।
শীত প্রেমীদের মনে একটাই প্রশ্ন, ফের কবে ফিরবে শীত? চলতি মরশুমে কি আর শীতের দেখা মিলবে না? হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনে তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে৷ তবে কয়েক দিন পর ফের বদল আসবে আবহাওয়ায়। নতুন বছরে নিম্নমুখী হবে পারদ। শহরে ফিরবে শীতের আমেজ।
West Bengal: Despite December’s end, Kolkata and South Bengal haven’t experienced a significant drop in temperature. The Alipore Weather Office predicts no major changes in the next four days. Expect light rain in three southern districts and possible snowfall in Darjeeling.