কলকাতা: শীতের আমেজ মাটি করে শনিবার দিনভর বৃষ্টিতে ভিজেছে বাংলা৷ তবে রবিবার থেকেই আকাশ ঝকঝকে৷ মেঘ সরতেই চনমনে ভাব। এরই মধ্যে স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, মিলবে না কনকনে শীতের আমেজ৷ বৃষ্টির জন্যে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, তা দীর্ঘস্থায়ী হবে না। রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে৷ ফলে বড়দিনে হাড় কাঁপানো শীতের আমেজ মালুম হবে না বলেই মনে করা হচ্ছে। (Kolkata weather forecast)
পশ্চিমি ঝঞ্ঝার দাপট Kolkata weather forecast
ভরা পৌষে এই উষ্ণ আমেজের জন্য দায়ী পশ্চিমি ঝঞ্ঝা৷ এর প্রভাবেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা লাফিয়ে বেড়েছে। সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৭ ডিগ্রি বেশি। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার হলেও, সকালের দিকে ঘন কুয়াশার দেখা মিলেছে। বিশেষত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে গিয়েছে। তবে ধীরে ধীরে ফের পারদ পতন হবে। তবে বড়দিনের আগে নয়। ২-৩ ডিগ্রি পারদ চড়ার পর ফের কমতে থাকবে তাপমাত্রা৷
কাঁপছে কাশ্মীর Kolkata weather forecast
এদিকে, হু হু করে পারদ নামছে উপত্যকায়৷ পাইপ লাইনের জল জমে গিয়েছে৷ এই প্রবল ঠান্ডাতে রুম হিটার ব্যবহার করা সম্ভব হচ্ছে না৷ কারণ বিদ্যুৎ নেই৷
শ্রীনগরের এক বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘‘আমাদের বাড়িতে আধুনিক বৈদ্যুতিন হিটার রয়েছে। কিন্তু এগুলো কোনও কাজে আসছে না। কারণ শীতকালে উপত্যকায় বিদ্যুৎ-এর এমন পরিস্থিতি থাকে যে, বিদ্যুৎ একবার আসছে, আবার চলে যায়৷’’
West Bengal: After a rainy Saturday, clear skies return to Kolkata. The Meteorological Department reports no rain in the coming days, but no chilly winter either. Temperatures remain higher than usual due to western disturbances. Expect fog in the mornings.