আরও নামল পারদ! একাধিক জেলায় শৈত্যপ্রহাহের পূর্বাভাস, আপনার এলাকায় তাপমাত্রা কত?

কলকাতা: মিলে গিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস৷ দক্ষিণে জাঁকিয়ে বসেছে শীত৷ শুরু হয়ে গিয়েছে শীতের জমজমাটি ব্যাটিং৷ আজ, শনিবার, কলকাতায় মূলত আকাশ পরিষ্কার৷ সকাল থেকেই রয়েছে…

temperature rise in west bengal

কলকাতা: মিলে গিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস৷ দক্ষিণে জাঁকিয়ে বসেছে শীত৷ শুরু হয়ে গিয়েছে শীতের জমজমাটি ব্যাটিং৷ আজ, শনিবার, কলকাতায় মূলত আকাশ পরিষ্কার৷ সকাল থেকেই রয়েছে ঠান্ডা হাওয়ার দাপট৷  শহরজুড়ে অনুভূত হচ্ছে শীতের কনকনে ভাব৷ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম৷ স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস৷ এটাও স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। (kolkata temperature drop)

আরও নামল পারদ kolkata temperature drop

আগামী ২ দিন রাতের তাপমাত্রা আরও নামবে৷ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নীচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও জাঁকিয়ে বসেছে শীত৷ কনকনে উত্তরবঙ্গ৷ এক ঝলকে দেখা নেওয়া যাক আপনার শহরের তাপমাত্রা কত? 

   

পুরুলিয়া: ৭.৫ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ৮.২ ডিগ্রি সেলসিয়াস
ঝাড়গ্রাম- ৯ ডিগ্রি সেলসিয়াস
পানাগড়: ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান: ১০ ডিগ্রি সেলসিয়াস
কল্যাণী: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
উলুবেড়িয়া- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
দিঘা-১২ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
ক্যানিং: ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৪ ডিগ্রি সেলসিয়াস

শৈত্যপ্রবাহ একাধিক জেলায় kolkata temperature drop

এর পাশাপাশি পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে আগামীকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ 

 West Bengal: Winter grips Kolkata with temperatures dropping to 14.2°C. Alipore Weather Office predicts further decrease. Clear skies and chilly winds dominate, with daytime temperatures around 21°C.