আগাম শীতে কাঁপবে শহর, হাওয়া অফিসে সতর্কতা

West Bengal weather update

কলকাতা: শীতের আগমনী বার্তা এবার যেন কিছুটা আগে-ভাগেই মিলছে কলকাতায় (Kolkata temperature)। নভেম্বরের মাঝামাঝি সময়েই শহরের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের প্রকৃত আমেজ পাওয়া যায়, কিন্তু এ বছর সেই আমেজ একেবারে নভেম্বরেই ফিরে এসেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্যে স্পষ্ট, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, যা আকাশকে সম্পূর্ণ পরিষ্কার রেখেছে এবং রাতের তাপ দ্রুত বেরিয়ে যাওয়ায় পারদ দ্রুত নামছে।

Advertisements

বর্তমানে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ সিস্টেম বা ঘূর্ণাবর্ত নেই। ফলে সমুদ্র থেকে জোলো বাতাস আসছে না। বরং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস বাংলার দিকে ধেয়ে আসছে, যা শীতের দাপট বাড়িয়ে দিচ্ছে। দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমছে। এ সমস্ত আবহবৈশিষ্ট্যের মিলিত প্রভাবে গাঙ্গেয় বঙ্গে নভেম্বরেই মিলছে শীতের স্পষ্ট স্বাদ।

   

মৌসম ভবন জানাচ্ছে, এ বছর উত্তর ভারতে শীত তুলনামূলক বেশি হতে পারে। তবে তার সরাসরি প্রভাব এখনই গাঙ্গেয় বঙ্গে পড়ছে না। বরং অক্টোবর–ডিসেম্বর সময়কালে পূর্ব ভারতে গড়ের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের স্থায়িত্বে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি কম থাকার প্রবণতা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ক্রমাগত কমছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে সামান্য উষ্ণতা ফিরে আসতে পারে। এমনকি সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Advertisements

তবে দিনের বেলায় মৃদু রোদ থাকলেও সকালে ও রাতের দিকে ঠান্ডার কামড় অব্যাহত থাকবে। ঠান্ডা হাওয়া এবং কম আর্দ্রতার সংমিশ্রণ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আস্বাদ বাড়িয়ে তুলেছে।

উত্তরবঙ্গেও আগামী তিন দিন বড় কোনও তাপমাত্রার পরিবর্তন হবে না। কয়েকটি জেলার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। আগামী দিনে ধীরে ধীরে পারদ বাড়তে পারে, কিন্তু কুয়াশার দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে পূর্বাভাস। বিশেষত উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে ভোরের কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে।

বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ছিল ৪১ শতাংশ।