কলকাতা: হাতে আর মাত্র ক’দিন৷ শুরু হয়ে গিয়েছে নিউ ইয়ারের কাউন্ট ডাউন। নতুন বছরকে স্বাগত জানাতো সেজে উঠেছে গোটা শহর। ৩১-এর সন্ধ্যা থেকেই কলকাতার রাস্তায় দেখা যাবে জনজোয়ার৷ ফি বছরের মতো, এ বছরেও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর কলকাতাকে। বছর শেষে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা বিস্তারিতভাবে জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। (kolkata police special security)
শহরজুড়ে কড়া পাহারা kolkata police special security
তিনি জানালেন এবার গোটা শহরজুড়ে কড়া পাহারায় থাকবেন সাড়ে ৪ হাজার বা তারও বেশি পুলিশকর্মী৷ বর্ষবরণের রাতে বিশেষ নজর রাখা হবে পার্ক স্ট্রিটে৷ এদিন রাতে মা উড়ালপুলে ছাড়পত্রে দেওয়া হবে বাইক আরোহীদের৷ তবে দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণ করা হবে৷ সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার আরও জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল থেকে শুরু করে সমস্ত পিকনিক স্পটে পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও মোতায়েন করা হবে। রাত পাহারায় থাকবে স্পেশ্যাল টিম৷ পার্ক স্ট্রিটে থাকবে সাদা পোশাকের পুলিশ৷
মহিলা-শিশুদের নিরপত্তা kolkata police special security
আইন মেনে সকলকে বর্ষবরণ উদ্যাপন করার আর্জি জানিয়েছেন পুলিশ কমিশনার। বিশেষ নজর রাখা হবে মহিলা এবং শিশুদের নিরাপত্তায়৷ অসুস্থ, বয়স্ক মানুষ অথবা অ্যাম্বুল্যান্স চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও নজর থাকবে পুলিশের৷ মত্ত অবস্থায় বা বেপরোয়া গাড়ি চালালে পড়তে হবে কড়া শাস্তিক মুখে৷ ভীড়ে ঠাসা রাস্তায় শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ এলেও কড়া পদক্ষেপ৷ গোটা শহরের উপরও নজর থাকবে পুলিশের৷ এছাড়াও শহরের ১৫টি জায়গায় চলবে স্পেশ্যাল নাকা চেকিং৷
West Bengal: Kolkata gears up for New Year celebrations with heightened security. Over 4,500 police officers will be deployed, focusing on Park Street. Special teams and plainclothes officers will ensure safety at key spots like Victoria Memorial and Ma Flyover.