প্রতীক জৈনের বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ ও ডিভিআর নিল পুলিশ, অস্বস্তিতে ইডি

Kolkata Police CCTV DVR I-PAC

কলকাতা: কয়লা পাচার মামলায় আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি ঘিরে গত দু’দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনার রেশ ধরে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। শুক্রবার শেক্সপিয়র সরণি থানার পুলিশ প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের আবাসন থেকে যাবতীয় সিসিটিভি (CCTV) ফুটেজ এবং ডিভিআর (DVR) সংগ্রহ করেছে।

কেন এই পদক্ষেপ পুলিশের?

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে ইডি (ED) তল্লাশি চলাকালীন এবং তার আগে-পরের সমস্ত গতিবিধি খতিয়ে দেখতেই এই ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া জোড়া এফআইআর-এর (FIR) ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে।

   

প্রথম অভিযোগ: প্রতীক জৈনের পরিবারের তরফে ইডি আধিকারিকদের বিরুদ্ধে ‘নথি চুরির’ অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগ: পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে পুলিশকে না জানিয়েই কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালিয়েছে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছে।

পটভূমি ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ Kolkata Police CCTV DVR I-PAC

বৃহস্পতিবার সকালে যখন ইডি আধিকারিকরা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তখনই সেখানে সটান হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। প্রতীক জৈনের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও কিছু ফাইল হাতে নিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, “নির্বাচনের আগে দলের কৌশল ও প্রার্থিতালিকা হাতাতে এসেছিল ইডি।”

অন্যদিকে, ইডির পাল্টা দাবি, বেআইনি কয়লা পাচার মামলায় টাকার লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী ও পুলিশি হস্তক্ষেপের ফলে তদন্তে বাধা সৃষ্টি হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থাটি আদালতের দ্বারস্থ হয়েছে।

সিসিটিভি ফুটেজে কী খুঁজছে পুলিশ?

তদন্তকারীরা খতিয়ে দেখছেন তল্লাশির সময় ইডি আধিকারিকদের গতিবিধি কেমন ছিল, সেখানে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেছে কি না এবং মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ও পরে পরিস্থিতির পারম্পর্য ঠিক কী ছিল। সংগৃহীত ডিভিআর থেকে পাওয়া তথ্য এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন