HomeTop StoriesGardenreach : গার্ডেনরিচের 'সরু বাড়ি' কার? জানা নেই কলকাতা পুরসভার

Gardenreach : গার্ডেনরিচের ‘সরু বাড়ি’ কার? জানা নেই কলকাতা পুরসভার

- Advertisement -

গার্ডেন রিচ এর নির্মীয়মাণ বহুতল ভেঙেপরা নিয়ে ঘুম ভেঙেছে পুরসুভার। এই বিল্ডিং ভাঙা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । কারন এই গার্ডেন রিচেই দেখা মিলেছে এক বিস্বয়কর বাড়ি যে বাড়িটি মাত্র ৫ ফুটের মধ্যে গরে উঠেছে। তবে জানা যায় এই বাড়ির অবস্থান গার্ডেন রিচ এর আজাহার মোল্লা বাগান এলাকায়। যে বাড়িটিকে সেখানে ‘সরু বাড়ি’ নামে ডাকা হচ্ছে।

এখন প্রশ্ন উঠছে এই বাড়িটি কার? বাড়ির মালিক কে? ইতিমধ্যে বেআইনি নির্মাণ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলগুলি। তবে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন, শহরের কোথায় কোন গলিতে বেআইনি নির্মাণ হচ্ছে,তার সবটা জানা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই গার্ডেনরিচের এই সরু বাড়ির সঠিক মালিকানা জাজেনওনা কলকাতা পুরসভা।

   

তবে বারবার উঠে আসা এই বাড়ির পরিচয় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে। তাদের মাধ্যমে জানা গেছে এই সরু বাড়িটি আসলে রাজা নামে এক ব্যক্তির। যা জানতোনা পুরসভা। এই ৫ ফুটের সরু বাড়িতে ইতিমধ্যেই বেশ কয়েক ঘর পরিবার বসবাস করেন। সেই বাসিন্দাদের বক্তব্য,তাঁদের সেখানে থাকতে কোনও সমস্যা হয় না। তবে কেন এত ছোট জায়গায় অনুমতি ছাড়াই এই বাড়ি তৈরি হল তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular