শর্ট সার্কিটে আতঙ্ক পাতালে, চাঁদনি চকে রেকে আগুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল

শর্ট সার্কিটে আতঙ্ক পাতালে, চাঁদনি চকে রেকে আগুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল

কলকাতা: চাঁদনি চক স্টেশনে মেট্রোর কামরায় হঠাৎই আগুন। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে (Kolkata Metro Fire)। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। যদিও এই ঘটনায় বড়সড় কোনও হতাহতের খবর নেই, তবে তৎক্ষণাৎ স্থগিত হয়ে যায় দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রো রুটের পরিষেবা।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে একাধিক মেট্রো। সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড, এসপ্ল্যানেড সহ ব্যস্ত স্টেশনগুলিতে আটকে পড়ে পরের ট্রেনগুলি। স্বাভাবিকভাবেই অফিস টাইমে ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। স্টেশনগুলিতে বাড়তে থাকে যাত্রীচাপ, তৈরি হয় আতঙ্কও।

   

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ধোঁয়া বেরোনো শুরু হতেই মেট্রো খালি করে দেওয়া হয়। তারপর আগুন লেগে যাওয়া রেকটি চাঁদনি চক স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কারশেডে। পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে জানিয়েছেন মেট্রো আধিকারিকরা।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। শর্ট সার্কিট কেন ঘটল, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

সকাল-সকাল এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বহু যাত্রী। অনেকেই প্রশ্ন তুলেছেন পাতালরেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। গরমে ও ভিড়ে এমন পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের একবার উঠছে প্রশ্ন।

কলকাতা মেট্রোর মতো ব্যস্ত ও জনবহুল পরিবহণ ব্যবস্থায় এই ধরনের ঘটনা রুখতে চাই আরও কঠোর প্রযুক্তিগত নজরদারি ও রক্ষণাবেক্ষণ, এমনটাই মত যাত্রী ও পরিবহণ বিশেষজ্ঞদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন