দিল্লির বিস্ফোরণকাণ্ড গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে গণপরিবহনের মতো ভিড়পূর্ণ পরিকাঠামোতে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্ব বেড়েছে বহুগুণ। সেই বাস্তবতা থেকেই কলকাতা মেট্রোয় নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে এবার ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। ইতিমধ্যেই রেল বোর্ড এই প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খুব শিগগিরই বাস্তবায়নে নামছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
দিল্লির বিস্ফোরণের দিন অভিযুক্ত ডঃ উমর দীর্ঘ সময় ধরে পার্কিং লটে বসে ছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যদি ফুটেজ বিশ্লেষণ দ্রুত ও গতিশীলভাবে করা যেত, তবে সন্দেহজনক আচরণ আগেই ধরা পড়তে পারত। সেই কারণেই ম্যানুয়াল নির্ভর পদ্ধতি ছেড়ে আধুনিক প্রযুক্তি-নির্ভর নিরাপত্তা ব্যবস্থার দিকে এগোচ্ছে মেট্রো রেল।
কীভাবে বদলাবে নিরাপত্তা? এআই নজরদারির কার্যপদ্ধতি
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস. এস. কান্নান জানিয়েছেন, এআই প্রযুক্তি যুক্ত হলে নজরদারির ক্ষমতা বহুগুণ বাড়বে। উদাহরণস্বরূপ—
- কোনও প্ল্যাটফর্মে বা স্টেশনে দীর্ঘক্ষণ একজন ব্যক্তি বসে বা দাঁড়িয়ে থাকলে
- দীর্ঘ সময় ধরে কোনও সন্দেহজনক বা দাবিহীন ব্যাগ পড়ে থাকলে
- কেউ আবর্জনা ফেললে বা অন্যান্য অনুচিত কাজ করলে
- নিরাপত্তা লঙ্ঘনের মতো আচরণ লক্ষ্য করা গেলে এআই সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠাবে কন্ট্রোল রুমে।
শুধু তাই নয়, প্রয়োজনে নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতেও সক্ষম হবে এই প্রযুক্তি। যেমন, লাল শার্ট পরা কাউকে খোঁজার নির্দেশ দিলে, স্টেশন ও প্ল্যাটফর্মজুড়ে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুব অল্প সময়েই সেই ব্যক্তিকে শনাক্ত করবে এআই। প্রতিটি কোণেই থাকবে একই মাত্রার নজরদারি—যেখানে মানবচোখ বা প্রচলিত সিসিটিভির সীমাবদ্ধতা আর বাধা হয়ে দাঁড়াবে না।
‘মডার্ন সিকিউরিটি আর্কিটেকচার’—নতুন অধ্যায় শুরু কলকাতা মেট্রোয় Kolkata Metro AI Security
মেট্রো রেলের শীর্ষকর্তাদের বিশ্বাস, এই এআই-চালিত নিরাপত্তা ব্যবস্থা চালু হলে—
- সন্দেহজনক আচরণ শনাক্তকরণ
- দ্রুত প্রতিক্রিয়া
- সম্ভাব্য নাশকতা প্রতিরোধ
- যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ
—সব ক্ষেত্রেই একটি বড় পরিবর্তন আসবে। প্রযুক্তির নির্ভুল নজরদারি মানবসুরক্ষাকে আরও সুরক্ষিত করবে বলেই মনে করা হচ্ছে।
শুরু হয়েছে ঢাকা বাঁধার প্রস্তুতি, এখন অপেক্ষা বাস্তবায়নের। নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষায়, “এআই হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ। কলকাতা মেট্রো সেই ভবিষ্যতের দিকে এগোতে শুরু করেছে।”


