বাংলাদেশি সেজে কলকাতায় পাক যুবক, বানাচ্ছিলেন জাল পাসপোর্ট

কলকাতা: পাসপোর্ট জালিয়াতি মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য—কলকাতায় বসেই বহুদিন ধরে বাংলাদেশি পরিচয়ে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল এক পাকিস্তানি যুবক। নাম আজাদ মল্লিক। তবে…

Kolkata Fake Passport Racket

কলকাতা: পাসপোর্ট জালিয়াতি মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য—কলকাতায় বসেই বহুদিন ধরে বাংলাদেশি পরিচয়ে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল এক পাকিস্তানি যুবক। নাম আজাদ মল্লিক। তবে প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তদন্তে নেমে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় পরিচয়পত্র জাল

ইডি জানিয়েছে, ধৃত আজাদের আসল পরিচয় পাকিস্তানি নাগরিক। ভারতে ঢোকার জন্য তিনি প্রথমে বাংলাদেশে যান, সেখান থেকে প্রায় ১২-১৩ বছর আগে ভারতে প্রবেশ করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে গুরুতর নথি জালিয়াতি, অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় পরিচয়পত্র জাল করে নাগরিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।

   

কলকাতার বিরাটিতে পাক নাগরিকের আস্তানা! Kolkata Fake Passport Racket

১৪ দিন আগে কলকাতার উপকণ্ঠে, বিরাটি এলাকার একটি বাড়ি থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সেখান থেকেই উদ্ধার হয় একাধিক জাল নথি। ভারতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট তৈরির নানা কাগজপত্রের হদিস মিলেছে তাঁর ঘর থেকে।

তদন্তে উঠে এসেছে, আজাদ শুধু নিজেই নয়, বরং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা বহু মানুষকে জাল পরিচয়পত্র বানিয়ে দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন। তাঁদের নামে জন্ম সনদ, ভোটার কার্ড, আধার ইত্যাদির নকল নথি জোগাড় করতেন তিনি। বাংলা ভাষাতেও সাবলীলভাবে কথা বলতে পারতেন আজাদ, যাতে বাংলাদেশি সেজে সন্দেহ এড়ানো যায়।

বিয়ের পরিকল্পনা, আরও এক মহিলার খোঁজে ইডি

ইডি-র দাবি, আজাদের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। সম্ভবত ওই মহিলাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তদন্ত শুরুর পর থেকেই ওই মহিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই মহিলাও এই চক্রের কোনও অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই আজাদের নামে ভুয়ো নাম-ঠিকানা দিয়ে ভিসা ও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল বলে জানিয়েছে ইডি। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হলে ইডি-র কৌঁসুলি ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিচারকের সামনে আজাদের পাকিস্তানি পরিচয় সামনে আনেন।

উদ্বিগ্ন প্রশাসন, বাড়ছে নজরদারি

একজন পাকিস্তানি নাগরিক কলকাতার বুকে দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপ চালিয়ে গিয়েছেন—এই তথ্য সামনে আসতেই উদ্বিগ্ন প্রশাসনিক মহল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আজাদ একাধিক বার নিজের ঠিকানা, পরিচয়পত্র ও অবস্থান বদল করেছেন যাতে নজর এড়িয়ে চক্র চালানো সম্ভব হয়।

এই চক্রে আর কারা জড়িত, কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন আজাদ—সব কিছুই এখন ইডি-র তদন্তের আওতায়।

West Bengal: Pakistani youth Azad Malik ran fake passport racket in Kolkata, posing as Bangladeshi. ED reveals illegal entry & forged Indian IDs. Arrested in Birati with fake documents.