কলকাতায় বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক, না মানলেই লাইসেন্স বাতিল, হুঁশিয়ারি মেয়রের

কলকাতার ব্যবসায়িক পরিসরে এবার বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বা সংস্থা বাংলায় নাম ডিসপ্লে…

Kolkata Bengali Signboard

কলকাতার ব্যবসায়িক পরিসরে এবার বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বা সংস্থা বাংলায় নাম ডিসপ্লে করবে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হতে পারে।

বাংলায় নাম বাধ্যতামূলক

গত ৩০ অগাস্ট পুরসভা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম ওপরের অংশে স্পষ্টভাবে থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক।

   

মেয়র শুক্রবার বলেন, “৩০ সেপ্টেম্বর অষ্টমী পড়ছে। তাই দুর্গাপুজোর সময় কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু উৎসবের পরে আইন কার্যকর হবে। যেসব দোকান ও প্রতিষ্ঠান বাংলায় নাম লেখে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করব।”

ট্রেড লাইসেন্স বাতিলের ক্ষমতা আছে কি? Kolkata Bengali Signboard

তবে পুরসভার একাধিক আধিকারিকও স্বীকার করছেন, আইনত পুরসভা সরাসরি সাইনবোর্ডে বাংলা ব্যবহার না করার কারণে ট্রেড লাইসেন্স বাতিলের ক্ষমতা রাখে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এক কর্মকর্তার মতে, আইন অনুযায়ী দোকান মালিকরা কমিশনারের অনুমতি নিয়ে নামবোর্ড বসাতে পারেন এবং এ ক্ষেত্রে কোনও ফি দিতে হয় না। অধিকাংশ প্রতিষ্ঠান নিয়ম মানে না। তাই বাংলা সাইনবোর্ড না থাকলে অনুমতিই বাতিল হবে, যা ব্যবসায়ীদের নির্দেশ মানতে বাধ্য করবে।

Advertisements

ফিরহাদ হাকিম অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, এই পদক্ষেপ অন্য ভাষার প্রতি অসম্মান দেখানোর জন্য নয়। তাঁর কথায়, “বাংলায় কথা বলার মানে এই নয় যে আমি হিন্দিকে অসম্মান করি।”

রাজনৈতিক মহলে সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপি-শাসিত কয়েকটি রাজ্যে সম্প্রতি বাংলাভাষীদের ওপর হামলার প্রতিবাদের আবহে কলকাতায় বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করার বার্তা নতুন মাত্রা যোগ করেছে। শহরের বহু মানুষই এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন।

West Bengal: Kolkata Corporation mandates Bengali signboards for all businesses, threatening to cancel trade licenses for non-compliance. Mayor Firhad Hakim clarifies the rule will be enforced post-Durga Puja, sparking a debate on legal authority and linguistic preservation.