আজও ঝমঝমিয়ে বৃষ্টি, রয়েছে ধসের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

rain girl

প্রবল বর্ষণে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার বিকেল থেকে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃহস্পতিবার সারা দিন, রাত। তারপর শুক্রবার। শনিবার সকাল থেকে ফের কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।

Advertisements

কলকাতা সহ বিভিন্ন জেলায় টানা বৃষ্টি, কী পরিস্থিতি রয়েছে রাজ্য?

গভীর নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় সেতু বা রাস্তা জলের তলায় চলে গিয়েছে। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। দুই বর্ধমান, হাওড়া,হুগলি, বীবভূম, নদিয়াসহ একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও শনিবার সারাদিন কলকাতার তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিভাব বজায়  থাকবে। 

Advertisements

এদিকে বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্যেও বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় জল বাড়ছে একাধিক নদীতে। বন্যা সতর্কতা জারি হয়েছে একাধিক জায়গায়। জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। চিন্তা রয়েছে সিকিম ও ভুটান নিয়েও। ওই এলাকাগুলিতে বৃষ্টি হলে ভাসতে পারে উত্তরবঙ্গ।