বাড়েনি তেলের দাম, এক সপ্তাহ ধরে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দর

Petrol price

দৈনন্দিন কার্যকলাপে জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয়। শনিবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, গতকাল অর্থ্যাত্ শুক্রবারের তুলনায় পেট্রলের দাম অপরিবর্তিত রয়েছে। অন্য দিকে, এদিন ডিজ়েলের দাম প্রতি লিটারে দাম ৯১.৭৬ টাকা।

জমিয়ে ইনিংস বর্ষার, বাংলার ৮ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

   

গতকালের তুলনায় ডিজ়েলের দামেও কোনও পরিবর্তন হয়নি। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। জানা গিয়েছে গত এক সপ্তাহে অর্থ্যাত্ ১২ জুলাই থেকে আজ শনিবার ২০ জুলাই পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম কলকাতায় অপরিবর্তিত রয়েছে।

একুশে জুলাই গণহারে ধর্মান্তর, মৌলানার দাবিতে উদ্বেগ

দিল্লিতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৭.৬২ টাকা। এবং রান্নার গ্যাস ৮০২ টাকা।
মুম্বাই এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৯৭ টাকা এবং রান্নার গ্যাস ৮০২.৫০ টাকা।

নাছোড় মুখ্যমন্ত্রী, রাজ্যপালের মানহানি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মমতা
চেন্নাইয়ে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৮৫ টাকা ও ডিজেল লিটার প্রতি ৯২.৪৩ টাকা এবং রান্নার গ্যাস ৮০৫.৫০ টাকা।
বেঙ্গালুরুতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.১৮ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৮.৯৪ টাকা এবং রান্নার গ্যাস ৮১৮.৫০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন