যুদ্ধ পরিস্থিতি! কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট, ছুটি বাতিল CISF-এর

কলকাতা: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও ঘনিভূত হয়েছে ভারতীয় সেনার “অপারেশন সিঁদুরে” অভিযানের পর। তার পাল্টা প্রতিক্রিয়ায়…

Kolkata airport high alert

কলকাতা: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও ঘনিভূত হয়েছে ভারতীয় সেনার “অপারেশন সিঁদুরে” অভিযানের পর। তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার রাতেই জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিটি আক্রমণ প্রতিহত করেছে। তবুও সীমান্তের উত্তেজনা ক্রমশ বাড়ছে।

গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে জারি হাই অ্যালার্ট

এই যুদ্ধাবস্থার আবহে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা নিশ্চিত করতে ২০টি বিমানবন্দরে ইতিমধ্যেই নোটাম জারি হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরও।

   

নিরাপত্তার কথা মাথায় রেখে, কলকাতা বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই ছুটিতে ছিলেন, তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজই সিভিল এভিয়েশন সিকিউরিটির ডিসি ব্যুরোর তরফে একটি জরুরি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে সমন্বয়ের বিষয় আলোচনা হবে।

গুরুত্বপূর্ণ বৈঠক Kolkata airport high alert

গতকালই CISF-এর ডিআইজি, বিমানবন্দরের ডিরেক্টর এবং বিভিন্ন এয়ারলাইন্সের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচারের গেট এলাকায় কোনও গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের বিমান ধরার জন্য কমপক্ষে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দেড় ঘণ্টা আগে গেট বন্ধ করে দেওয়ার নিয়ম কার্যকর হয়েছে।

দেশের অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সমস্ত বিমানবন্দরকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচলের স্বাভাবিকতা বজায় রাখাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

West Bengal: High alert issued at major Indian airports, including Kolkata, amid India-Pakistan border tensions after ‘Operation Sindoor’ and retaliatory attacks. CISF cancels leaves, tightens security measures.

Advertisements