CPIM: শূন্য পেতে অভ্যস্থ সিপিআইএমের চ্যালেঞ্জ উপনির্বাচনে জোটের অঙ্ক মেলানো

একদিকে বামফ্রন্ট জোট অন্যদিকে কংগ্রেস, আইএসএফকে নিয়ে ইন্ডিয়া জোট, আবার কেন্দ্রীয়ভাবে ‘ইন্ডিয়া’-তে আছে তৃণমূল কংগ্রেস। আসন্ন উপনির্বাচনে বাম শিবিরে (CPIM) এটাই ফের জ্বলুনি। সমর্থকদের মধ্যে…

একদিকে বামফ্রন্ট জোট অন্যদিকে কংগ্রেস, আইএসএফকে নিয়ে ইন্ডিয়া জোট, আবার কেন্দ্রীয়ভাবে ‘ইন্ডিয়া’-তে আছে তৃণমূল কংগ্রেস। আসন্ন উপনির্বাচনে বাম শিবিরে (CPIM) এটাই ফের জ্বলুনি। সমর্থকদের মধ্যে সেই পুরনো প্রশ্ন ‘ইন্ডিয়া’-তে তৃণমূলকে পাশে রেখে ভোট লড়াইয়ের মানে কী? মহা জগাখিচুড়ি পরিস্থিতির মধ্যে পড়েছে বাম শিবির।

জানা যাচ্ছে, কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট হবে ধরে নিয়েই প্রার্থী বাছাই শুরু করল সিপিআইএম। যে ৬টি আসনে উপনির্বাচন তাতে তৃ়নমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল লড়াই মেনে নিচ্ছেন বাম নেতারা। অনেক ভোট বিশেষজ্ঞ বাম নেতাদের ধারণা, উপনির্বাচমের ফলাফলে বিশেষ কিছু হেরফের হবে না।

   

গত কয়েকটি ভোটে লাগাতার শূন্য পাওয়াতে অভ্যস্থ হয়ে গেছে এ রাজ্যের একদা সাড়ে তিন দশকের শাসক জোট বামফ্রন্ট। কোনোভাবেই শূন্য পার করে ১টি আসন জয় করা যাচ্ছে না। বিশ্লেষণে উঠে আসছে, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য যাদের নিয়ে বৃহত্তর জোট করা হয়েছিল সেই জাতীয় কংগ্রেস ও আ়ইএসএফের সঙ্গে বাম শিবিরের চিড় ধরছে।

উপনির্বাচনে কোনো বৃহত্তর জোট হচ্ছে না বলেই ধরে নিয়েছে বামফ্রন্টের মূল শরিক সিপিআইএম। অন্যান্য শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেই উপনির্বাচনে নামছে বামফ্রন্ট।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তালডাংড়া (বাঁকুড়া জেলা), সিতাই (কোচবিহার জেলা), নৈহাটি ও হাড়োয়া (উত্তর ২৪ পরগনা জেলা), মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর) ও মাদারিহাট (আলিপুরদুয়ার জেলা) এই ৬ কেন্দ্রের বিধায়করা লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ্ধতি থেকে ইস্তফা দিয়েছিলেন। এর মধ্যে তৃণমূলের দখলে ছিল ৫ টি আসন। মাদারিহাট ছিল বিজেপির দখলে।