বিদেশ যেতে গেলো তো পাসপোর্ট একান্ত প্রয়োজন। না গেলে ভাবছেন করিয়ে কী লাভ! বিদেশ না গেলেও পাসপোর্টের প্রয়োজন হয়। পরিচয়পত্র হিসেবে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাসপোর্ট। কীভাবে করাবেন নিজের পাসপোর্ট? অনেকেই ভেবে বসেন যে পাসপোর্ট তৈরির পদ্ধতি খুবই জটিল। ফলে আবেদন করতেই অনিহা বোধ করেন। তাই অযথা দেরি হয় পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। পাসপোর্টের আবেদনের পর সব নথিপত্র ঠিক থাকলে হয় পুলিশ ভেরিফিকেশন। সেই প্রক্রিয়া কী আসলে শক্ত গাঁট? প্রতিবেদনে রইল তারই হাল-হদিশ।
রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই পুরো পদ্ধতির বর্ণনা দিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।
পাসপোর্টের জন্য আবেদন করার পর রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কমিশনারেটের অফিসের স্পেশাল ব্রাঞ্চে বা ইনটেলিজেন্স ব্রাঞ্চে ফাইল চলে যাবে অনলাইনে। এর জন্য আবেদনকারীকে কিছু করতে হবে না। পুলিশ নিজেই যোগাযোগ করবে আবেদনকারীর সঙ্গে।
কলকাতার তথ্য-প্রযুক্তি তালুকের যাত্রীদের জন্য সুখবর, একাধিক রুটে সরকারি বাস পরিষেবার ঘোষণা
এরপর পুলিশ আবেদনকারীর বিষয়ে সব তথ্য খতিয়ে দেখবেন। অপরাধের কোনও রেকর্ড আছে কি না, বার্থ সার্টিফিকেট, ঠিকানা সহ সব নথি চেক করার পর অনলাইনে সেটা আপলোড করে দেওয়া হবে।
ফেল সাত-তারা সব হোটেলও! জানুন ভারতীয় রেলের এমন পাঁচ বিলাসবহুল ট্রেন সম্পর্কে
পুলিশ আধিকারিক জানিয়েছেন, আবেদন করার তিন সপ্তাহের মধ্যে আপলোড করে দেওয়া হয় সেই ফাইল, এর জন্য কোনও ফি লাগে না। কোনও অসুবিধা হলে কন্ট্রোল রুমে জানানো যেতে পারে।
সঙ্গের ভিডিওয় হাওড়ার পুলিশ কমিশনার শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী বুঝিয়ে দিয়েছেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে ঠিক কী কী আপনার করণীয়। (২/২)#PassportVerification #WBP pic.twitter.com/zM7evPJvoo
— West Bengal Police (@WBPolice) August 1, 2024
ফের কল্পতরু মমতা! খেলা হবে দিবসে অনুদানের ‘খেলা’