খড়্গপুরের (Khatagpur) কাছে লোকাল ট্রেন বেলাইন। তীব্র আতঙ্কিত যাত্রীরা। চলছে উদ্ধারকাজ। জানা যাচ্ছে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন খড়্গপুর স্টেশনে ঢোকার কিছু আগে লাইনচ্যুত হয়ে যায়।
Advertisements
মেদিনীপুর থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচলে বিঘ্ন। খড়্গপুর স্টেশনে আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ি। চলছে উদ্ধারকাজ।
আতঙ্কিত যাত্রীরা বলছেন খড়্গপুর স্টেশনের আগে ট্রেনটা ধীর গতিতে চলছিল। আচমকা ট্রেনটা প্রচণ্ড শব্দ করে হেলে গেল। তখনই আন্দাজ করা যায় কোনও দুর্ঘটনা ঘটেছে।
Advertisements
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর দুর্ঘটনার পরেই খড়্গপুর স্টেশন থেকে হেলে পড়া লোকাল ট্রেনের যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। এই দুর্ঘটনার পর সব যাত্রী সুরক্ষিত। ট্রেনটি খালি করা হয়েছে। লাইনচ্যুত লোকালকে ফের লাইনে তোলার চেষ্টা চলছে। এই কারণে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল আপাতত বিঘ্নিত।