খানাকুল-বলাগড়ে ভাসল গ্রামের পর গ্রাম, ডুবল একাধিক বাড়ি

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে যে টানা বৃষ্টি চলছিল তা আপাতত বন্ধ হয়েছে। কিন্তু এদিকে ডিভিসি জল ছাড়ার ক্ষেত্রে কোন বিরাম দিচ্ছে না। গত কয়েকদিনে…

Khanakul Flood Situation

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে যে টানা বৃষ্টি চলছিল তা আপাতত বন্ধ হয়েছে। কিন্তু এদিকে ডিভিসি জল ছাড়ার ক্ষেত্রে কোন বিরাম দিচ্ছে না। গত কয়েকদিনে ডিভিসির ছাড়া জলে ভাসছিল হুগলি। তবে এখন বৃষ্টি থামলেও খানাকুলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বৃহস্পতিবারও দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি।

বৃহস্পতিবার ডিভিসি বিবৃতিতে জানিয়েছে, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে বর্তমানে খানাখুলের (Khanakul Flood Situation) পরিস্থিতি বেশ খারাপ। সেখানে বৃহস্পতিবার রাত পর্যন্ত জলস্তর বেড়েছে। এই পরিস্থিতিতে খানাকুল থানার সামনে ও বাসস্ট্যান্ডে চলছে নৌকা। খানাকুল ১ নম্বর ও ২ নম্বর বিডিও অফিস, পোস্ট অফিস, ভূমি দফতরের অফিস সর্বত্রই জলে মগ্ন।

   

সম্প্রতি হুগলির খানাখুলের একটি ভিডিও সামনে এসেছে। আর সেই ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছে মানুষ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে দোতলা বাড়ি। আর একতলা বাড়িগুলো তো ইতিমধ্যেই ডুবে গিয়েছে। একাধিক পাকা বাড়িও জলের তোড়ে ভেসে গিয়েছে। এছাড়াও ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়ি।

সবমিলিয়ে এই পরিস্থিতিতে জলে ভাসছে গ্রামের পর গ্রাম। অসংখ্য মানুষ বন্যাকবলিত। এদিকে ত্রাণশিবিরগুলিতেও হু হু করে ঢুকছে বন্যার জল। এদিকে খানাকুলের পাশাপাশি হুগলির বলাগড়-এও একই অবস্থা। এই পরিস্থিতিতে ভাসছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। কালভার্ট ভেঙে গ্রামে ঢুকছে বন্যার জল। এখনও পর্যন্ত কয়েকশো মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে।

তবে ইতিমধ্যেই ৬০টি পরিবারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও ডিভিসির ছাড়া জল ঢুকতে শুরু করেছে বলাগড়ের শ্রীপুরের বাবুচর, সিজা কামালপুর পঞ্চায়েতের বানেশ্বরপুর, আশ্রমঘাট-সহ বেশ কয়েকটি এলাকাতে। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গেছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এবং বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ওই কালভার্টের জায়গায় নতুন কাঠের সেতু নির্মাণ করা হবে। শুধু তাই নয়, প্রশাসন ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া সকলের খাবারের বন্দোবস্তও করেছে।