আকাশপথে বাংলার উত্তর-দক্ষিণের যোগাযোগ আরও নিবিড়, সপ্তাহের কোনদিন চলবে বিমান? ভাড়া কত?

এবার বাগডোগরা থেকে অন্ডাল বিমানবন্দর পর্যন্ত শুরু হবে উড়ান পরিষেবা। ৩০ অগস্ট থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে বাগডোগরা। ফলে বাংলার উত্তরের…

keep knowing when Andal to Bagdogra Flight Service start and how much fares

এবার বাগডোগরা থেকে অন্ডাল বিমানবন্দর পর্যন্ত শুরু হবে উড়ান পরিষেবা। ৩০ অগস্ট থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে বাগডোগরা। ফলে বাংলার উত্তরের সঙ্গে দক্ষিণপ্রান্তের যোগাযোগ আরও নিবিড় হবে বলে মনে করা হচ্ছে। আপাতত সপ্তাহে চারদিন অন্ডাল ও বাগডোগরার মধ্যে বিমান চালানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

কোন চারদিন উড়ান পরিষেবা?

   

সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার বাগডোগরা থেকে অন্ডাল বিমানবন্দর উড়ান চলাচল করবে। সূত্রের খবর, দুর্গাপুরের সঙ্গে আকাশ পথে শীঘ্রই ভুবনেশ্বরকেও যুক্ত করা হবে। অর্থাৎ বিমানটি বাগডোগরা থেকে অন্ডাল পর্যন্ত যেমন যাবে তেমনি এই বিমানটি ভুবনেশ্বরেও যাবে।

উড়ানের সূচি-

সপ্তাহে চারদিন বিমান অন্ডাল থেকে দুপুর সওয়া ১টা নাগাদ ছাড়বে। সেই বিমানটি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবে দুপুর ২টো ২০ মিনিট নাগাদ। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানটি ফের ২টো ৫৫ মিনিটে ছাড়বে। বিকাল ৪টে বেজে ০৬ মিনিট নাগাদ বিমানটি অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে।

টিকিটের দাম কত?

বাগডোগরা থেকে অন্ডাল বিমানবন্দর পর্যন্ত বিমানের খরচ ধার্য করা হয়েছে, ৩ হাজার ৯৯৯ টাকা।

দুয়ারে দুর্গাপুজো। অনেকেরই দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু ট্রেনের টিকিট শেষ। সেক্ষেত্রে আগ্রহীদের বড় ভরসা হতেই পারে অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবা। এছাড়াও উত্তরবঙ্গগামী ট্রেনে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে সবসময়। ফলে অনেক সময়ই সড়কপথে যেতে হয়। এবার আপৎকালীন পরিস্থিতিতে যারা উত্তরবঙ্গ যেতে চান, তাঁদের এই অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবার ফলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।