Mamata’s instructions to Dev: ঘাটালে ভোট ২৫ মে, তার আগেই দেবকে বাড়তি দায়িত্ব দিলেন মমতা

ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটালে। হবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের ভাগ্য নির্ধারণ। তার আগে সোমবার পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল প্রার্থীকে বিশেষ নির্দেশ…

keep an eye on panskura assembly area Mamata Banerjee instruct to Dev, দেবকে পাঁশকুড়া দেখার নির্দেশ মমতার

ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটালে। হবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের ভাগ্য নির্ধারণ। তার আগে সোমবার পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল প্রার্থীকে বিশেষ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দায়িত্ব বেড়ে গেল দেবের।

পাঁশকুড়ার সভায় সোমবার মমতা বলেন, ‘আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। কিন্তু নন্দীগ্রামের শহিদের মা। তাই শহিদের মা হিসাবে শহিদ সম্মান দেওয়ার জন্য পাঁশকুড়ার মানুষ তাঁর নাম প্রস্তাব করেন। তাই তিনি জিতেছেন। তিনি হয়তো সবসময় আসতে পারেন না বয়সের ভারে। কিন্তু আমরা তাঁকে শহিদের মা হিসাবে সম্মান করি। দেবকে বলব যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।’

   

Kartick Maharaj: কার্তিক মহারাজের বদলে রেজিনগরে হিংসার নেপথ্যে মমতাই, এক রা হাত-পদ্মের!

অর্থাৎ এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পাঁশকুড়া বিধানসভাও দেখভাল করতে হবে দেবকে।
দলনেত্রীর নির্দেশের পর দেব বলেছেন, ‘দিদির নির্দেশ শিরোধার্য। এখন থেকে ঘাটালে গেলে পাঁশকুড়াতেও যাব।’

লোকসভা ভোটের মুখে ঘাটালে দেব আদৌ দাঁড়াবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। সংসদে অধিবেশনের শেষদিনে দেবের একটি টুইট ওই সংশয় কয়েকগুণ বাড়িয়ে দেয়। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়া-ফুলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দু’বারের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী এবারেও ঘাটালের তৃণমূল প্রার্থী। শুরু থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন দেব। দলীয় প্রার্থীদের হয়েও প্রচারে দেকা গিয়েছে তাঁকে।

PM Modi: ধর্মনিরপেক্ষতার আড়ালে ভয়ঙ্কর ‘খেলা’ বিরোধীদের! মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী

পাঁশকুড়ায় সভা চলাকালীন কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ। তাই বক্তৃতার মাঝে উপস্থিত জনতার উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘আকাশের অবস্থা খুব খারাপ। সভা শেষে অনুষ্ঠান করে যাই। কিন্তু আজ করছি না। যদি বজ্রপাত হয়। দেব জিতলে কথা দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কপ্টার দেখার জন্য দাঁড়াবেন না।’

এ দিন মেদিনীপুরে দাঁড়িয়ে কিছুটা আবেগপ্রবণ ছিলেন মুখ্যমন্ত্রী। জানান, মেদিনীপুর এলে একসময় তিনি তেলেভাজা খেতেন। তেলেভাজা তাঁর ভীষণ প্রিয় বলেও জানান। যদিও তাঁর আক্ষেপ যে, এখন আর তেলেভাজা খাওয়া হয় না।