Mamata Banerjee: বিরাট বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

অবমাননাকর মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে অভিযোগ করেন, বহরমপুরের…

Mamata Kartick Maharaj Mamata Banerjee: বিরাট বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

অবমাননাকর মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে অভিযোগ করেন, বহরমপুরের কার্তিক মহারাজ তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না বলেছেন। এই বক্তব্যের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আইনি নোটিস পাঠালেন স্বামী প্রদীপ্তানন্দ। চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রী জবাব না পাঠালে পরবর্তী পদক্ষেপ করা হব, ভারত সেবাশ্রম সংঘ সূত্রে এমনটাই খবর।

রবিবার বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বলেন, তৃণমূলের এজেন্টকে বসতে দেব না, এমন কথা আমি বলিনি। মুখ্যমন্ত্রী কোথা থেকে এসব শুনেছেন আমি জানি না। আমি হিন্দু, আর্তের সেবা করা আমার কাজ। হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না। রেজিনগরের বিধায়ক যখন হিন্দুদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন, তখন মুখ্যমন্ত্রী কেন প্রতিবাদ করেননি, সেই প্রশ্নও তোলেন তিনি।

   

শনিবার মমতা বলেন, বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে – কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।

Lok Sabha Election: মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন! ভোটের কাজ থেকে সরানো হল BSF জওয়ানকে

রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি থেকে ওদের কাছে নির্দেশ আসে, বলে একে ভোট দিতে বলো। কিন্তু সাধু, সন্তরা কেন একাজ করবেন? ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের যারা দীক্ষা নেন, তাঁরা ওই হোয়াটস অ্যাপ গ্রুপে রয়েছেন। কিন্তু রামকৃষ্ণ মিশন তো ভোট দেয় না। তাহলে অন্যকে কেন ভোট দিতে বলবে?

Dilip Ghosh: ‘মৌলবীদের দিয়ে তো রাজনীতি করান, সাধু-সন্ন্যাসীদের বাধা কোথায়?’ মমতাকে তোপ দিলীপের

রবিবার বাংলায় ভোট প্রচারের এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যে তৃণমূল সরকার নির্বাচনের সময় বাংলার মানুষকে ভয় দেখিয়েছিল এবং হুমকি দিয়েছিল, তারা এবার সমস্ত সীমা অতিক্রম করেছে। আজ দেশে এবং বিশ্বে ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সেবা ও নৈতিকতার জন্য পরিচিত, কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাদের হুমকি দিচ্ছেন, খোলা মঞ্চ থেকে সতর্ক করছেন।