মমতাকে হারিয়ে জিতলেন কার্তিক মহারাজ

আবারও খবরের শিরোনামে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (Kartik Maharaj)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবমাননার অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন তৃণমূলের দলবদলু নেতা…

Kartik Maharaj wins at court

আবারও খবরের শিরোনামে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (Kartik Maharaj)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবমাননার অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন তৃণমূলের দলবদলু নেতা সব্যসাচী দত্ত। কলকাতা হাইকোর্ট আজ সেই মামলা খারিজ করে, উল্টে তৃণমূলী সব্যসাচী দত্তকেই অকারণে মামলা করায় ১১ হাজার টাকা জরিমানা করেছে।

সাম্প্রতিক কালে কার্তিক মহারাজকে নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। একটি জনসভায় বলেন “যে দল হিন্দুদের কথা বলবে, তাদেরই সমর্থন করব।” কার্তিক মহারাজ তার বক্তব্যে বলেন, “আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই। যে দল আমাদের ধর্ম ও দেশের জন্য কাজ করবে, তাদেরকেই সমর্থন করব।”

   

এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির প্রতি সমর্থন প্রকাশ করেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের সমালোচনা করেন। এবং ঠিক তার পর পরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। অভিযোগ ওঠে ১২ বছর আগে এক মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। তারপর সেই মহিলা গর্ভবতী হয়ে পড়লে জোর করে তাকে গর্ভপাত করানোরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অন্যদিকে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কার্তিক মহারাজ। রঘুনাথগঞ্জের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,“আমার বিরুদ্ধে কে কী অভিযোগ করেছেন, আমি কিছু জানি না। আমার আইনজীবী যা বলার বলবেন। আমি এসব নিয়ে মোটেই বিচলিত নই।”মুর্শিদাবাদের নবগ্রামে পদ্মশ্রী সম্মানিত ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগে তীব্র প্রতিবাদে পথে নেমেছিলেন স্থানীয় মহিলারা।

Advertisements

কার্তিক মহারাজের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবি জানিয়ে নবগ্রামের রাস্তায় ঝাঁটা হাতে মহিলারা বিক্ষোভ মিছিল করেছিলেন। তখন থেকেই বিতর্ক এবং রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রবিন্দু কার্তিক মহারাজ। কার্তিক মহারাজকে সামনে রেখে বেশ কিছুদিন চলে শাসক- বিরোধী ‘তু তু ম্যায় ম্যায় খেলা।’

মার্কিন সুদের হারের আশঙ্কায় সোনার রেকর্ড র‍্যালি

ঠিক সেই সময়ই মমতা রাজনৈতিক উত্তেজনার আবহে তৃণমূলের নেতা সব্যসাচী দত্ত মানহানির মামলা করেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। কিন্তু আজ বুধবার কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে সব্যসাচীকে ভর্ৎসনা করে এবং এগারো হাজার টাকা জরিমানা করে।