Karthik Maharaj: আতঙ্কে থরহরিকম্প কার্তিক মহারাজের! আশ্রমিকদের জন্য জানালেন বড় আর্জি

Accused Kartik Maharaj Moves Calcutta High Court Ahead of Scheduled Police Appearance
Accused Kartik Maharaj Moves Calcutta High Court Ahead of Scheduled Police Appearance

মুখ্যমন্ত্রীর নিশানায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। তাঁর বিরুদ্ধে রেজিনদরে হিংসায় প্ররোচনা দেওয়া ও সরাসরি রাজনীতি করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ন্যাসী কার্তিক অবশ্য পাশে পেয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে। পাসে রয়েছে বিজেপি। ইতিমদ্যেই কার্তিক মহারাজ মুক্যমন্ত্রীকে আইনি নোটিস ধরিয়েছেন। এইসব বিতর্কের মধ্যেই আতঙ্কিত ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী। নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি।

রবিবার রাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। যা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধীনমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মদতেই এইসব হচ্ছে বলে দাবি মোদীর। জলপাইগুড়ির ওইদিনেক ঘটনা নিয়েই আতঙ্কে রয়েছেন কার্তিক মহারাজ। জোরদার নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি। তবে, পুলিশে আস্থা নেই এই মহারাজের। সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিছেন কার্তিক মহারাজ।

   

Srijan Bhattacharya: সিপিআইএমের সৃজনকে লক্ষ্য করে উড়ে এল ইট, ছেঁড়া হল পতাকা, পঞ্চসায়রে হইহই কাণ্ড

কার্তিক মহারাজ জানিয়েছেন, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যা ঘটেছে তারপর থেকে ভারত সেবাশ্রম সংঘের সকলেই আতঙ্কে রয়েছেন। কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা নেই। সেই কারণেই ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি।

Petrol Diesel Price: পেট্রোলের দাম নামল ৯৪.৫২ টাকায়, ডিজেল ৮৭.১৫, কলকাতায় কত?

পাশাপাশি মহারাজের আবারও দাবি, রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। সম্প্রতি কার্তিক মহারাজের নাম করে তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির হয়ে রাজনীতির অভিযোগ তুলেছিলেন গত শনিবার। আইনের দ্বারস্থ হন কার্তিক মহারাজ। তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফের আক্রমণ শানান। মুর্শিদাবাদের রেজিনগরে হিংসার নেপথ্যেও কার্তিক মহারাজই মূল হোতা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগ অবশ্য উড়িয়েছেন ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন