Birbhum: গুরু অনুব্রত জেলে, পঞ্চায়েতের টিকিট পায়নি শিষ্য কেরিম খান

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে চলছে মনোনয়ন জমা এবং সেই মনোনয়নকে ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি প্রকাশ্যে। এরই মাঝে জানা যাচ্ছে প্রার্থী তালিকা…

assembly by election will be held in 9 constituencies in west bengal within next six months, আগামীতে বাংলার কোন কোন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন?

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে চলছে মনোনয়ন জমা এবং সেই মনোনয়নকে ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি প্রকাশ্যে। এরই মাঝে জানা যাচ্ছে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন তৃণমূলের জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খান সহ একাধিক নেতা। তার বদলে জায়গা পেলেন জেলায় কেষ্ট বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ৷ এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

তবে বীরভূমে জেলা পরিষদের প্রায় ৭০ শতাংশের বেশি আসনে নতুন মুখ। ৫২ টি আসনের মধ্যে ৪৫ টি নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলা পরিষদ ৪২ টি আসন ছিল৷ এই বছর তা ১০ টি আসন বাড়িয়ে ৫২ টি করা হয়েছে। এর মধ্যে ৭ জন পুরনো এবং বাকি ৪৫ জন নতুন মুখ।