প্রসেনজিৎ চৌধুরী: দিগন্ত ছোঁয়া তুষার শৃঙ্গের সারি। এ দৃশ্যে হতবাক অভিযাত্রীর কঠিন পদচারনা থমকে যায় দুর্গম পর্বতের পাহাড়ি খাঁজে। গুরুগম্ভীর হিমালয়ের অংশ (Kangchenjunga) কাঞ্চনজঙ্ঘা এমনই। অনেকেই বলেন ঘু্মন্ত বুদ্ধ! প্রকৃতির খেয়ালে শৃঙ্গগুলোর এমনই অবস্থান যে মনে হবে বরফের চাদরে মোড়া কেউ একজন শায়িত। দৃশ্যত এমন হলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি থেকে প্রশ্ন ভরা শীতে গলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা! (kangchenjunga melting snow black spots)
কাঞ্চনজঙ্ঘার গায়ে কেন কালো ছোপ? kangchenjunga melting snow black spots
নেপাল ও দার্জিলিং থেকে ছড়িয়েছে কাঞ্চনজঙ্ঘার এমন কিছু ছবি যেগুলোতে দেখা যাচ্ছে শৃঙ্গের বড় বড় অংশে কালো ছোপ। সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে, অনেকেই দূরবীন ও টেলিফটো লেন্সে দেখতে পাচ্ছেন ওই কালো অংশগুলো আসলে পাথর। তাদের দাবি, শীত মরশুম শুরুর ঠিক আগে গত অক্টোবর মাসেও পুরো তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল। আর ভরা শীতে বরফ গলে যাচ্ছে!
কয়েকজন কাঞ্চনজঙ্ঘা-প্রেমী নেটিজেন অক্টোবর ও ডিসেম্বর মাসের কাঞ্চনজঙ্ঘার ছবি দিয়ে তুলনামূলক বিশ্লেষণ করে বলেছেন, আসলেই তুষার গলছে।
‘The Darjeeling Chronicle’ তাদের ফেসবুক পেজে কাঞ্চনজঙ্ঘার একাধিক ছবি প্রকাশ করেছে। এই সংবাদ প্রতিষ্ঠান জানিয়েছে, কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে তুষার গলছে এমন ছবি ধরা পড়েছে কমলেশ রাইয়ের ক্যামেরায়। তিনি কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গগুলি পর্যবেক্ষণ করেছেন। তার তোলা ছবি জুম করে দেখলে স্পষ্ট হয় শৃঙ্গে তুষার গলছে।
এক নজরে কাঞ্চনজঙ্ঘা kangchenjunga melting snow black spots
(১) হিমালয় পর্বতমালার এই পর্বতশৃঙ্গ বিশ্বের তৃতীয় উচ্চতম। উচ্চতা ৮৫৮৬ মিটার।
(২) এটি নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
(৩) এটি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ।
(৪) এর পাঁচটি মূল শৃঙ্গ। নেপাল এবং ভারতে আছে সবকটি। পাঁচটি পর্বতচূড়ার কারণে একে “তুষারের পাঁচটি ঐশ্বৰ্য” বলা হয়।
(৫) সিকিম এবং দার্জিলিংয়ের স্থানীয়রা কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গকে পবিত্র মনে করে।
(৬) ধর্মীয় স্পর্শকাতরতার জন্য কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ অভিযান তেমন হয় না।
দূষিত এভারেস্ট kangchenjunga melting snow black spots
পর্বতাভিজান কিংবা শৃঙ্গ জয় অভিযান সর্বাধিক হয় বিশ্বের উচ্চতম মাউন্ট এভারেস্টে। বিশ্ব শীর্ষ দূষণ কবলিত বলে বিভিন্ন গবেষণা ও ছবি প্রকাশ হয়েছে। এভারেস্ট পরিচ্ছন্ন করার জন্য নিয়মিত বিশেষ অভিযান চলে। এভারেস্টে বিপুল অভিযানে প্রকৃতিবিদ ও গবেষকরা আতঙ্কিত। পাকিস্তানে অবস্থিত কারাকোরাম পর্বতমালার কে-২ শৃঙ্গ তথা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিখর অভিযান তেমন হয় না। আর তৃতীয় উচ্চতম কাঞ্চনজঙ্ঘায় সীমিত অভিযান হয়।
কাঞ্চন পাহাড়ে তুষার কমছে kangchenjunga melting snow black spots
কাঞ্চনজঙ্ঘার বরফ গলছে দাবিতে আলোড়ন পড়েছে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে কেন কাঞ্চনজঙ্ঘার তুষার গলছে। প্রকৃতিবিদরা বলছেন, এমন ঘটনা বিশ্বের বিভিন্ন তুষার শীর্ষেই দেখা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারনে এমন হচ্ছে। মেরু অঞ্চলেও প্রভাব পড়েছে। সম্প্রতি বিশ্বের আরও এক বিস্ময় ও জাপানের তুষার ঢাকা আগ্নেয়গিরি মাউন্ট ফুজিয়ামা শীত মরশুমের শুরুতে তুষারহীন হয়ে গেছিল। এটি একটি প্রকৃতির অশনি সংকেত। তবে কিছুদিন পর ফের তুষারে মুড়ে যায় ফুজি পাহাড়। মনে করা হচ্ছে, কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ ফের বরফে ঢেকে যাবে। তবে কাঞ্চন পাহাড়ে তুষারপাত কমছে সেটি স্পষ্ট।
নেটিজেনদের দাবি খতিয়ে দেখছেন প্রকৃতি ও পর্বত বিশেষ়জ্ঞরা। এদের কয়েকজনের দাবি, কাঞ্চনজঙ্ঘার শীর্ষের যে কালো অংশের ছবি প্রকাশ হয়েছে সেগুলো আরো বিশদ বিশ্লেষণ দরকার। হিমালয়ের অতি উচ্চতার অঞ্চলে ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত নিয়মিত পর্যবেক্ষণ করেই পরিস্থিতি বলা সম্ভব। গ্রীষ্মকালীন উষ্ণ বায়ু প্রবাহ যখন শুরু হবে তখনকার পরিস্থিতি খতিয়ে দেখা দরকার।
মাছুপুছারে শৃঙ্গেও তুষার কম!kangchenjunga melting snow black spots
কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি সামাজিক মাধ্যমেই অনেকে ছবি দিয়েছেন বিশ্বের আরও এক উল্লেখযোগ্য শৃঙ্গ মাছুপু়ছারে-এর কিছু অংশ তুষারবিহীন। নেপালের এই শৃঙ্গ ৬৯৯৩ মিটার উচ্চতা বিশিষ্ট। এটি হিমালয়ের পর্বতমালার একটি শিখর। ছয় হাজারি শৃঙ্গ তালিকাভুক্তদের মধ্যে মাছুপুছারে শৃঙ্গ অভিযান দীর্ঘ সময় ধরে বন্ধ। ১৯৫৭ সালে একটি অভিযান হয়েছিল। নেটিজেনরা ছবি দিয়ে দেখাচ্ছেন, মাছুপুছারের বরফ কমছে!
West Bengal: Photos of Kangchenjunga with black spots on its snow-covered peaks spark concerns of melting. Observers in Nepal and Darjeeling claim the black areas are exposed rock, indicating snow melt. Comparative analysis of October and December images supports this.