জঙ্গি সংগঠন কেএলও দাবি উত্তরবঙ্গ (North Bengal) নিয়ে আলাদা কামতাপুর অঞ্চলের। দাবি না মানলে রক্তগঙ্গা করার হুঁশিয়ারি দেয় সংগঠনের শীর্ষ জঙ্গি নেতা জীবন সিংহ। আলাদা উত্তরবঙ্গ করার দাবি জানাচ্ছে বিরোধী দল বিজেপি। এবার পৃথক উত্তরবঙ্গের জন্য কামতপুর পিপলস পার্টি (Kamtapur People’s Party) রাস্তা আটকে বিক্ষোভ দেখাল।
কামতাপুর পিপলস পার্টির কিছু সমর্থক মালদহের গাজোল ব্লকের ঘাকসোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধ হটাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। কামতাপুর পিপলস পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই ঘটনাকে ঘিরে গাজোল ব্লকের ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ ঠেকাতে কেপিপি নেতা-কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কেপিপি।
কামতাপুর পিপলস পার্টি রাজ্যের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে প্রতিবাদ আন্দোলন করার। তিনি বলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে এবং বেকারত্ব দূরীকরণের দাবিতে শান্তিপূর্ণভাবে গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক সাময়িক সময়ের জন্য অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অবরোধ শুরু করার আগেই পুলিশ অন্যায়ভাবে সংগঠনের নেতাকর্মীদের ওপর যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছে। আগামী দিনে আরও বড় আন্দোলনে নামতে চাই আমরা।
পৃথক উত্তরবঙ্গের দাবি নতুন কিছু নয়। এই কথা বিজেপির নেতারা সম্প্রতি বেশি বলছেন। সম্প্রতি শিলিগুড়িতে বিজেপির এক কর্মসূচিতে একথা বলেন দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক আনন্দময় বর্মন। সেই মঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তার আগে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ একই দাবি করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ আলাদা করার দাবি করেছেন। পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব হয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা ও কোচবিহারের তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা।