নিয়োগ দুর্নীতি: পার্থ–সুবীরেশের পর এবার জামিন কল্যাণময়েরও

Kalyanmoy Ganguly gets Bail

নিয়োগ দুর্নীতির বহুল আলোচিত মামলায় বড় মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহার পরে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। সিবিআই-এর দায়ের করা মামলায় বুধবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে ২০১৬-র শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements

অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের যে বিস্ফোরক অভিযোগ ওঠে, তার কেন্দ্রস্থলেই ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়—এমনটাই দাবি সিবিআই-এর। সে সময় তিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১২ সালে অ্যাডহক কমিটির প্রশাসক হিসেবে পর্ষদে আসেন কল্যাণময়। ২০২২ সালের ২২ জুন তাঁর মেয়াদ শেষ হওয়ার পরপরই সিবিআই তাঁকে গ্রেফতার করে। পরবর্তী পর্যায়ে ইডিও তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ-সংক্রান্ত পৃথক মামলা রুজু করে।

   

শুধু দুর্নীতি নয়, তাঁর বিরুদ্ধে ‘পদ আঁকড়ে থাকা’র অভিযোগও দীর্ঘদিনের। অভিযোগ, স্কুল শিক্ষা দফতর প্রথমে বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করে, পরে তা বাড়িয়ে ৬৮ করা হয়—যাতে কল্যাণময় আরও সময় সভাপতির পদে বহাল থাকতে পারেন। এমনকি ৬৮–র সীমা অতিক্রম করার পরও তিনি একই পদে এবং একই বেতনে বহাল ছিলেন বলে অভিযোগকারীদের দাবি।

চাকরি হারিয়েছেন ২৬ হাজার প্রার্থী Kalyanmoy Ganguly gets Bail

সবচেয়ে বিতর্কিত ২০১৬-র শিক্ষক নিয়োগ প্যানেল, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এক মুহূর্তে চাকরি হারিয়েছেন ২৬ হাজার প্রার্থী—সেখানেও কল্যাণময়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি নতুন পরীক্ষা নিয়ে একাদশ–দ্বাদশ শ্রেণির ফল বেরোলেও, সত্যিকারের যোগ্য চাকরিহারাদের অনেকেই এখনও নথি যাচাইয়ের কল পর্যন্ত পাননি। তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছেন। এমন অবস্থায় কল্যাণময়ের জামিনকে বিরোধীরা ‘বিচার প্রক্রিয়ার ওপর নতুন ধাক্কা’ বলে ব্যাখ্যা করছে।

Advertisements

আইন–শিক্ষা–রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা

কল্যাণময় গঙ্গোপাধ্যায় হাইকোর্টে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার তাঁর আবেদন মঞ্জুর করেন। এই রায়ের পর আইন–শিক্ষা–রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—২০১৬-র সেই বিপুল নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া কোন দিকে এগোবে, এবং শাস্তির মুখোমুখি হওয়া মূল ব্যক্তিদের অবস্থান এখন কোন দিকে ঝুঁকছে।

West Bengal: Former WBBSE President Kalyanmoy Ganguly, a key accused in the SSC 2016 recruitment corruption case, has been granted bail by the Calcutta High Court in the CBI case.