কলকাতা: আরও একমাস বাড়ানো হল কাকুর জামিনের মেয়াদ৷ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ এক মাস বাড়িয়ে দিব কলকাতা হাই কোর্ট৷ গত শুক্রবার সুজয়কৃষ্ণ তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। ৩১ মার্চ পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ ফুরাচ্ছে৷ সম্প্রতি আদালতে নতুন আবেদনে কাকু জানান, তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অবনতি হয়েছে৷ তাঁকে আরও কিছুদিন রেহাই দেওয়া হোক৷ এর পরেই মঙ্গলবার আদালত তাঁর আবেদন মঞ্জুর করে জামিনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে। (Kalighat Kaku interim bail extension)
বাহিনী বিড়ম্বনায় কাকু Kalighat Kaku interim bail extension
তবে আরও একটি সমস্যার মধ্যে পড়েছেন ‘কাকু’। আদালতের কাছে সেই বিষয়টিও তুলে ধরেন তিনি। সুজয়কৃষ্ণের অভিযোগ, শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনে থাকায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ কিন্তু, সিবিআই সেই বাহিনীকে আদালতের নির্দেশ অমান্য করে ‘হাতিয়ার’ হিসাবে ব্যবহার করছে।
শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন Kalighat Kaku interim bail extension
সুজয়কৃষ্ণের অভিযোগ, শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পাওয়ায় তিনি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রয়েছেন৷ তবে তাদের ব্যবহারে তিনি অত্যন্ত বিরক্ত। তাঁর কথায়, “বাহিনী আমার বাড়ির দোতলা দখল করে বসে রয়েছে, সারাদিন এসি চালিয়ে সময় কাটাচ্ছে।” তিনি আরও জানান, তাঁর বাড়ির শৌচাগার ব্যবহারের বদলে বাহিনী ঘরের শৌচাগার ব্যবহার করছে। এমনকি হাসপাতালে গেলেও বাহিনী তাঁর পিছু পিছু চলে আসছে এবং রেজিস্টার ধরে হাসপাতালের ভিতরে কারা আসছেন-যাচ্ছেন, তা নজরদারি করছে।’’
এমন পরিস্থিতির মধ্যে সোমবার আদালত তাঁর অভিযোগের সুরাহা দেয়। আদালত কেন্দ্রীয় বাহিনীর জন্য বাড়ির বাইরে ত্রিপল টাঙানোর নির্দেশ দিয়েছে এবং অস্থায়ী শেল্টারে বসার জন্য জায়গা ও ফ্যান রাখার কথা জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল হবে বলে জানানো হয়েছে।
West Bengal: Kalighat’s Kaku, Sujaykrishna Bhadra, gets interim bail extended by Kolkata High Court till April 30 due to deteriorating health. Allegations raised against CBI for misuse of deployed security forces at his residence, violating court directives.