Jalpaiguri: কালবৈশাখীতে লণ্ডভণ্ড ধূপগুড়ি, ঠান্ডা হাওয়ায় শিরশিরানি

বৃষ্টিতে উত্তরবঙ্গ ফেলছে স্বস্তির নিশ্বাস। কিন্তু দক্ষিণ বঙ্গ পুড়ছে তীব্র দাবদাহে। শুক্রবার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি। ঝড়ের প্রকোপে শতাধিক পরিবার গৃহহীন। নষ্ট হয়েছে ফসল। বহু এলাকা বিদ্যুৎহীন।

ধুপগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় যেমন তেমনই গরম হাওয়া উবে গেছে। বাতাসে শিরশিরানি আমেজ।

   

তবে শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা।
আহত হয়েছেন ৩জন। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ঝড়ে সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাগুরমারি ১ ও বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা।

এলাকাবাসীদের দাবি, গতকাল রাতের কালবৈশাখী ঝড়ে প্রায় এক হাজারেরও বেশি গাছ উপড়ে পড়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন