এবার পঞ্চায়েত ভোটেও খেলা হবে স্লোগান কাজল শেখের মুখে। অনুব্রত মণ্ডলের সুরে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন অনুব্রতর বিরোধী গোষ্ঠির তৃণমূল নেতা।
গোরু পাচার মামলায় ‘বীরভূমের বাঘ’ কেষ্ট বর্তমানে তিহার জেলে বন্দি। তাকে ছাড়াই ২০২৩ এর পঞ্চায়েত ভোটে নামছে তৃণমূল কংগ্রেস। নেই কোনো চড়াম চড়াম, নেই বাতাসা নকুল দানা খাওয়ানোর মতো হমকি। তবে এবার কেষ্টর সুরেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ।
বিরোধীদের নিশানা করে কাজল শেখ বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে। বিরোধীরা হুমকি দিয়ে ভোট করাতে এলে খেলা হবে। দিনের শেষে সব হিসেব বুঝে নেব।
এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য্য জানিয়েছেন, ” দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে কারা আজ রাজনীতি করছে। একটা সময়ের রাজনৈতিক নেতাদের চরিত্র তাদের শিক্ষা তাদের সাংস্কৃতি প্রভাবিত করত মানুষদের। কিন্তু আজ দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস যে সমস্ত মানুষকে সামনে নিয়ে এসেছে তাদের ভাষা রাজনীতির ভাষা নয়।
বীরভূমে গত পুরভোটে বিজেপি শূন্য। বাম শিবির উঠে এসেছে দ্বিতীয় স্থানে। পঞ্চায়েত ভোটের আগে একাধিক গ্রামে তৃণমূল ও বিজেপি ছেড়ে বাম ও কংগ্রেসে যোগদান চলেছে।