দুর্যোাগ মাথায় নিয়ে শনিবার ফের রাত দখলের ডাক হবু চিকিৎসকদের

আর জি কাণ্ডের( RG Kar) পর কেটে গিয়েছে একটা মাস৷ কিন্তু বিক্ষোভের আঁচ আজও কেউ দমাতে পারেনি৷ আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ফের একটা রাত দখলের…

আর জি কাণ্ডের( RG Kar) পর কেটে গিয়েছে একটা মাস৷ কিন্তু বিক্ষোভের আঁচ আজও কেউ দমাতে পারেনি৷ আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ফের একটা রাত দখলের ডাক জুনিয়ার চিকিৎসকেদের৷ স্বাস্থ্য ভবনের সামনে গত পাঁচদিন ধরে ধর্ণায় বসে রয়েছে হবু চিকিৎসকরা। পাশে রয়েছে সিনিয়র চিকিুৎসকদের সঙ্গে আমজনতাও৷

জুনিয়র ডাক্তারেরা তাঁরা তাঁদের পাঁচটি দাবিতে অনড়৷ টালিগ়ঞ্জ হোক বা শ্যামবাজার নবীন থেকে প্রবীণ সকলেই তিলোত্তমার সঠিক বিচারের জন্য পথে নেমেছেন৷ প্রতিদিনই পথে নামছে সমাজের সর্ব স্তরের মানুষ। এরই মধ্যে ফের আরও একটা ‘রাত দখল’দেখবে গোটা বিশ্ব৷ । আজ,শনিবার রাতে ফের পথে নামার ডাক। হবু চিকিৎসকেদের।

   

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ফের মনে করাচ্ছেন ১৪ অগস্টের কথা। সেদিন রাত দখল হয়েছিল শহর থেকে জেলায় জেলায়৷ জুনিয়র ডাক্তাররা বলছেন, “এক মাস কেটে গিয়েছে৷ কিন্তু তিলোত্তমা এখনও সঠিক বিচার পেলনা৷ সরকারের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন৷ ১৪ অগষ্ট রাত দখলের সময়ে দেখা গিয়েছিল আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে ছিল৷ নষ্ট করা হয় হাসপাতালের বহু জিনিসপত্র৷ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। সেই কারণে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয়েছিল৷ যদিও কোনও দাবিই মানা হয়নি এখনও পর্যন্ত৷ রাত দখলের পাশাপাশি শনিবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায় নিয়ে ফের শুক্রবারের পর পথে নামছে বামেরা৷ শুক্রবার দুপুর থেকে লালবাজারের সামনে অবস্থানে রয়েছেন বাম নেতারা।

এরপর আজ শনিবার বিকেট ৫ টায় বউবাজারে এক সমাবেশের ডাক দিয়েছে বামেরা৷ এই আন্দোলনে যোগ দিতে হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল যাবে বউবাজারে৷