কাকদ্বীপে গিয়েও মিলল না স্বস্তি, ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষের বিরুদ্ধে আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা

আরজি কর কাণ্ডে ‘সন্দীপ ঘনিষ্ঠ’ বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) বদলি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। তবে সেখানে গিয়েও স্বস্তি পেলেন না ‘সন্দীপ ঘনিষ্ঠ’ এই চিকিৎসক।…

আরজি কর কাণ্ডে ‘সন্দীপ ঘনিষ্ঠ’ বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) বদলি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। তবে সেখানে গিয়েও স্বস্তি পেলেন না ‘সন্দীপ ঘনিষ্ঠ’ এই চিকিৎসক। তার বদলির খবর পৌঁছতেই কাকদ্বীপে আন্দোলন শুরু করেন মহকুমা হাসপাতলের জুনিয়ার ডাক্তাররা। তাঁর ঘরে ঝুলিয়ে দেওয়া হয় তালা। হাসপাতালের গেটের সামনে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হন জুনিয়ার ডাক্তার ও হাসপাতালের কর্মীরা। আর এই ঘটনা মনে পড়ালো সন্দীপ ঘোষের ইস্তফার পর ন্যাশনাল মেডিক্যাল কলেজে বদলি হওয়ার ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ভাইরাল ছবি, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

   

সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিক্ষানবীশ মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা দাবি করেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। সন্দীপ ঘোষ ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করলে সেই দিনই তাঁকে বদলি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাঁর বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকায় তাঁকে কাজে যোগ দিতে দেননি আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। অবশেষে সন্দীপ ঘোষের বদলে শুভ্র মিত্রকে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব দেওয়া হয়।

ফের আত্মহত্যা নিট পরীক্ষার্থীর, চলতি বছরে আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫!

আরজি করের ঘটনার তদন্ত চলাকালীন বিরূপাক্ষের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তারেরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের এক বিশেষ নেতার কথা না শুনলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। ডাক্তারি পড়ুয়াদের চাপে তাঁকে বদলি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

বিরূপাক্ষ বিশ্বাসকে কী শাস্তিমূলক বদলি দেওয়া হল? যদিও এই তত্ত্ব মানতে নারাজ এই চিকিৎসক। তিনি জানিয়েছেন যে তাঁর বদলি আট মাস আগে হওয়ার কথা ছিল এবং সেটি মেরিটের ভিত্তিতেই হচ্ছে। কোনওভাবেই এটিকে শাস্তি হিসেবে দেখছেন না তিনি। বিরূপাক্ষ নিজের বদলিকে শাস্তি হিসেবে না দেখলেও, চিকিৎসকদের সংগঠনের দাবী তাঁকে শাস্তিই দেওয়া হয়েছে। চিকিৎসক সংগঠনের বক্তব্য বিরূপাক্ষের মতো লোকেদের জেলের ভেতরে থাকা উচিত।