বন্যায় মানবিক সাহায্য,আন্দোলন গ্রামে ছড়িয়ে দিতেই নয়া কৌশল ডাক্তারদের?

আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে যখন প্রায় একমাসের বেশি সময় ধরে পথে বসে দিন কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ ঠিক সেই সময়ে রাজ্যের বহু জেলায় তখন…

আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে যখন প্রায় একমাসের বেশি সময় ধরে পথে বসে দিন কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ ঠিক সেই সময়ে রাজ্যের বহু জেলায় তখন বৃষ্টির জল বেড়ে গিয়ে বন্যার (Flood Situation in Bengal) আকার ধারণ করেছে৷ বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে, সেই সময়েই ধর্ণা সরিয়ে তিনটি মেডিক্যাল কলেজের দল যাচ্ছে বন্যাবিধ্বস্ত এলাকাগুলিতে। জল,ওষুধ, শুকনো খাবার নিয়ে তৈরি জুনিয়ার ডাক্তারেরা।

আজ শুক্রবারই বিভিন্ন জেলার উদ্দেশে রওনা দেবেন তাঁরা। বন্যাকবলিত এলাকায় ক্যাম্প করবেন জুনিয়র ডাক্তারেরা। বহু বাড়িই প্রায় জলের তলায় চলে গিয়েছে৷ সেই সমস্ত স্থানে গিয়ে বন্যা দুর্গতদের পরিষেবা দেবে জুনিয়ার চিকিৎসকেরা৷ এতদিন ধরে কলকাতার রাজপথে ধর্ণায় বসেছিলেন তাঁরা৷ এবার সেই আন্দোলনের ধ্বনি ছড়িয়ে পরবে গ্রামাঞ্চলেও৷ জুনিয়ার চিকিৎসকেরা তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলার বিচারের বার্তা ছড়িয়ে দেবে জেলা৷য় জেলায়৷ রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, বন্যায় মানবিক সাহায্য হলেও আন্দোলন গ্রামে ছড়িয়ে দিতেই নয়া কৌশল ডাক্তারদের! যদিও এই বিষয় নিয়ে চিকিৎসকদের তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি৷

   

শুক্রবার সকালেই দক্ষিণবঙ্গের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় যাচ্ছে আরজি কর ছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকে একটি করে দল। তাঁরা এই সমস্ত বন্যা বিধ্বস্ত স্থানে গিয়ে পানীয় জল,শুকনো খাবার,প্রয়োজনীয় ওষুধপত্র দেবেন জুনিয়ার ডাক্তারেরা। নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

গতকাল রাতেই এক সাক্ষাৎকারে জুনিয়ার ডাক্তারেরা জানিয়েছিলেন যে, এই সময়ে অন্তত মানুষের পাশে থাকাটা খুবই দরকার৷ কারণ এই আন্দোলনে সকলেউ তাঁদের পাশে ছিলেন৷ তাই তাঁদের কঠিন পরিস্থিতিতেও জুনিয়ার চিকিৎসকেদে উচিত এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকা৷ এই সমস্ত মানুষদের জল, ওষুধ ত্রিপল দিয়ে যদি কিছুটা সাহায্য করতে বদ্ধ পরিকর তাঁরা৷ সমাজের কাজ কাউ জুনিয়ার চিকিযসেকরদের মূব উদ্দেশ্যে তাই এই কঠিন সময়ে একসঙ্গে কাজ করে তাঁরা পরিবর্তন নিয়ে আসবেন৷