মিশন ২০২৬: শাহের পর দু’দিনের মেগা সফরে বঙ্গে নাড্ডা

JP Nadda West Bengal visit

কলকাতা: রাজ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নবান্ন থেকে উৎখাত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঝটিকা সফরের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যে আসছেন বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুই দিনের সফরে কলকাতায় পা রাখছেন তিনি।

হাইভোল্টেজ সফর: ঠাসা কর্মসূচি

বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই কলকাতায় পৌঁছাবেন জেপি নাড্ডা। তাঁর এই সফর মূলত সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ছাব্বিশের ভোটের চূড়ান্ত ব্লু-প্রিন্ট তৈরির লক্ষ্যে। সফরের প্রথম দিনে তিনি কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভ-এ দলের রাজ্য কার্যালয়ে জেলা সভাপতি, বিভাগীয় কনভেনার এবং প্রবাসী কার্যকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

   

এরপর সন্ধ্যায় ট্যাংরার স্প্রিং ক্লাবে ‘ডক্টরস মিট’ নামক একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন নাড্ডা। রাতের দিকে বসবেন বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকেই রাজ্যে তৃণমূল বিরোধী আন্দোলনের সুর বেঁধে দিতে পারেন তিনি।

অমিত শাহের টার্গেট পূরণই লক্ষ্য JP Nadda West Bengal visit

উল্লেখ্য, ডিসেম্বরের শেষেই বাংলা সফর করে গিয়েছেন অমিত শাহ। তিনি বঙ্গ বিজেপির জন্য ‘দুই-তৃতীয়াংশ’ আসনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। অনুপ্রবেশ এবং সাম্প্রতিক দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, তার ‘টোন’ সেট করে দিয়েছেন শাহ। জাতীয় সভাপতির এই সফরে সেই রণনীতি বাস্তবায়নের কাজ কতটা এগোল, তা খতিয়ে দেখা হবে।

সফরের দ্বিতীয় দিনের রূপরেখা

৯ জানুয়ারি, শুক্রবার কেবল রাজনীতি নয়, সরকারি ও পরিষেবা মূলক কাজেও ব্যস্ত থাকবেন জেপি নাড্ডা:

সকাল ১০:৪৫: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI) পরিদর্শন।

বিকেল ৪:০০: কল্যাণী এইমস-এ (AIIMS Kalyani) একাধিক নতুন বিভাগের উদ্বোধন। এর মধ্যে রয়েছে রেডিয়েশন অঙ্কোলজি, ট্রমা ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগ এবং অত্যাধুনিক নিউমেটিক টিউব সিস্টেম।

কেন এই সফর গুরুত্বপূর্ণ?

বিজেপি এবার কোনও ফাঁক রাখতে চাইছে না। গত কয়েক দিনে রাজ্যে প্রায় ১৫০০ পথসভা করার পর এবার বুথ স্তরে শক্তি বাড়াতে মরিয়া তারা। জেপি নাড্ডা জেলা সভাপতিদের স্পষ্ট বার্তা দেবেন যাতে নীচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা থাকে।

বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “জাতীয় সভাপতির এই সফর আমাদের কর্মীদের নতুন উদ্যম দেবে। ২০২৬-এর লক্ষ্যে আমরা যে লড়াই শুরু করেছি, তা আরও গতি পাবে।”

এখন দেখার, অমিত শাহের পর জেপি নাড্ডার এই সফর বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

West Bengal: BJP President JP Nadda arrives in Kolkata today for a 2-day visit to finalize the 2026 Bengal election roadmap. He will chair key organizational meets and inaugurate new facilities at AIIMS Kalyani. Stay updated on BJP’s Mission 2026 in Bengal.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন