ফুল বদল! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

john barla joins tmc কলকাতা: বছর ঘুরলেই বিধান সভা ভোট৷ তার আগেই শুরু হয়ে গেল শবির বদলের পালা৷ বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন…

ফুল বদল! বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

john barla joins tmc

কলকাতা: বছর ঘুরলেই বিধান সভা ভোট৷ তার আগেই শুরু হয়ে গেল শবির বদলের পালা৷ বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা৷ 

গুঞ্জন ছিল বহুদিন ধরেই। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন জন।

   

রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ

লোকসভা ভোটের বছরেই তাঁর এই যোগদানে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ যোগ হল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তৃণমূলে যোগ দিয়ে জন বলেন, “আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি আমাকে নিজের সমাজের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আজ আমি সেই কাজের জন্যই এখানে।”

জনের দাবি, গত ছ’সাত মাস ধরেই তৃণমূলের সঙ্গে তাঁর কথাবার্তা চলছিল। এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করে তাঁকে কাজ করার আহ্বান জানান। কিন্তু বিজেপির অন্দরে থেকেই কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও অভিযোগ প্রাক্তন মন্ত্রীর।

তিনি বলেন, “রেলের জমিতে ১৬০ কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। রেল জমিও ঠিক করে দিয়েছিল। কিন্তু তৎকালীন বিরোধী দলনেতার ফোনে মউ সই আটকে গেল। যে দলে থেকেও উন্নয়ন আটকে দেওয়া হয়, সেখানে থাকার মানে নেই।”

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ john barla joins tmc

বার্লার এই মন্তব্য যে পরোক্ষে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই, তা স্পষ্ট। তিনি বলেন, “মানুষ আমাকে আশীর্বাদ করে মন্ত্রী বানিয়েছিল। কিন্তু দলের ভিতরের লোকেরাই কাজ আটকে দিচ্ছিলেন। আমি আদিবাসী সমাজের ছেলে। চাই নিজের সমাজের উন্নয়নে কিছু করতে। কিন্তু পদ্মশিবিরে থেকে সেটা পারছিলাম না।”

জনের দলে যোগ দেওয়াকে ঘিরে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। অরূপ বিশ্বাস বলেন, “চা-বাগান আন্দোলন এবং আদিবাসী সমাজের মধ্যে জনের গ্রহণযোগ্যতা রয়েছে। ওঁর যোগদানে চা-বলয়ে তৃণমূল শক্তিশালী হবে।” সুব্রত বক্সিও জানান, জন বার্লাকে রাজ্য কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

বিজেপি’র সঙ্গে দূরত্ব বাড়ছিল বার্লার

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন জন বার্লা। মোদী সরকারের মন্ত্রিসভাতেও স্থান পেয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের ভোটে বিজেপি তাঁর জায়গায় মনোজ টিগ্গাকে প্রার্থী করে। সেই থেকেই জনের সঙ্গে দলের দূরত্ব তৈরি হতে শুরু করে। তাঁর মন্তব্যে বারবার ক্ষোভের ইঙ্গিত মিলছিল।

গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। তখনই প্রশ্ন উঠেছিল, বিজেপিতে তিনি আদৌ কতটা সক্রিয়? অবশেষে চার মাসের মাথায় বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন জন বার্লা।

তাঁর এই দলবদল উত্তরবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal: Former BJP MP John Barla joins TMC ahead of West Bengal assembly elections. Alleges obstruction within BJP, praises Mamata Banerjee. Political defection heats up state politics. Details on his switch and its implications.