BJP: বিজেপিতে গুঞ্জন আসানসোলে হেরে দলত্যাগের পথে জিতেন তেওয়ারি

মেয়র পদে বসেছিলেন মমতার আনুকুল্যে। বিধানসভা ভোটের আগে টিএমসি ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগ দেন। ভোট লক্ষ্ণী মুখ ফিরিয়েছেন। পুরনিগম ভোটেও তিনি মুখ তুলে চাইলেন…

মেয়র পদে বসেছিলেন মমতার আনুকুল্যে। বিধানসভা ভোটের আগে টিএমসি ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগ দেন। ভোট লক্ষ্ণী মুখ ফিরিয়েছেন। পুরনিগম ভোটেও তিনি মুখ তুলে চাইলেন না। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তেওয়ার ফের মমতা শরণে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তাঁর স্ত্রী চৈতালী তেওয়ারি জয়ী হয়েছেন।

short-samachar

   

পশ্চিম বর্ধমান জেলা রাজনৈতিক মহল ও বিজেপির অভ্যন্তরেই গুঞ্জন ‘অতি দ্রুত তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন জিতু তেওয়ারি’ (এই নামেই তিনি বেশি পরিচিত)

বিধানসভা ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না তারা ভোট পরবর্তী সময়ে বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে বলে দলত্যাগ করছেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন। জেলায় বিপুল ধস নেমেছে বিজেপিতে।

পুরনিগম ভোটে আসানসোলে ব্যাপক সম্ভ্রাসের অভিযোগ উঠেছিল টিএমসির বিরুদ্ধে। খোদ প্রাক্তন মেয়র বিজেপি সমর্থকদের নিয়ে বিক্ষোভ করেন। ভোটের দিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়ান জিতেন তেওয়ারি। অপর বিরোধী বামফ্রন্টের অভিযোগ, আগে টি়এমসির হয়ে ভোট লুঠ করতেন জিতু তেওয়ারি। বিজেপিতে নাম লিখিয়ে নিজেই ভোট লুঠের অভিযোগ করে নিজেকে হাস্যস্পদ করছেন।

তাৎপর্যপূর্ণ, কলকাতা পুরনিগমের পর আসানসোল পুরনিগম ভোটেও বামফ্রন্ট ভোট শতাংশের হারে দ্বিতীয় স্থান পেল। আর বিজেপি নেমেছে তিন নম্বরে। শুধু আসানসোল নয়, চন্দননগর, বিধাননগরেও বিরোধী দল প্রান্তিক শক্তিতে পরিনত। বিশ্লেষণে আসছে, রাজ্যে এখন টিএমসির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ সিপিআইএম। আসানসোলে তীব্র আলোচনা, এই বিশ্লেষণই ইঙ্গিত দিচ্ছে অতি দ্রুত জিতু তেওয়ারি তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন। তবে তিনি নীরব। এই নীরবতা জন্ম দিচ্ছে অনেক আলোচনার।