শালবনিতে বাংলার ঐতিহাসিক প্রকল্প, ১৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনি: বাংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে জিন্দল গোষ্ঠীর উদ্যোগে গড়ে উঠছে দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, যার…

jindals power plant in salboni

শালবনি: বাংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে জিন্দল গোষ্ঠীর উদ্যোগে গড়ে উঠছে দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, যার মোট বিনিয়োগ প্রায় ১৬ হাজার কোটি টাকা।

বাংলার ঐতিহাসিক প্রকল্প

এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে রাজ্যের ২৩টি জেলাই উপকৃত হবে। এই প্রকল্পে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামিকাল একটি সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বাংলাকে বলা হত লোডশেডিংয়ের সরকার, এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এটা আমাদের অগ্রগতির প্রমাণ।”

   

তিনি আরও বলেন, “জিন্দল গোষ্ঠী এই প্রকল্প ছাড়াও আরও দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়বে। বাংলায় ইতিমধ্যেই ছ’টি ইকোনমিক করিডর তৈরি হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে, যেখানে এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রঘুনাথপুরে পাঁচটি বড় সংস্থা বিনিয়োগ করতে চলেছে। আগামী ৩০ তারিখ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করব।”

শিল্পায়নের পথে বাংলার অগ্রগতি jindals power plant in salboni

মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, রাজ্য সরকার শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, সেই সঙ্গে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন ও শিল্পগঠনকে প্রাধান্য দিচ্ছে। শালবনির প্রকল্প তারই প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সোলার প্ল্যান্ট, কয়লা ব্লক, ও বিভিন্ন জেলায় করিডর গঠনের মাধ্যমে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে যা রাজ্যের শিল্প ও কর্মসংস্থানে এক নতুন জোয়ার আনবে।

শালবনির মানুষের প্রত্যাশা

Advertisements

শালবনির বহু মানুষ, বিশেষ করে যুব সমাজ, এই প্রকল্পকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন। দীর্ঘদিন ধরে বেকারত্বের সঙ্গে লড়াই করা মানুষদের কাছে এই উদ্যোগ একটি আশার আলো হয়ে এসেছে। তারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি বদলে যাবে।

তবে পুরনো অভিজ্ঞতা থেকে কেউ কেউ সতর্কও। ২০০৭ সালে জমি অধিগ্রহণের পর ইস্পাত প্রকল্প থেমে গিয়েছিল। তবে বর্তমানে মুখ্যমন্ত্রীর সরাসরি নজরদারিতে ও শান্তিপূর্ণ পরিবেশে, এবার প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন সবাই।

শালবনির তাপবিদ্যুৎ প্রকল্প এখন আর শুধু একটি শিল্প প্রকল্প নয় — এটি বাংলার শিল্পায়ন, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতীক। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই নতুন বিনিয়োগ উদ্যোগগুলো ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শিল্প রাজ্যে পরিণত করতে পারে।

West Bengal: West Bengal’s industrial growth takes a leap with CM Mamata Banerjee’s announcement of two thermal power plants in Salboni. With ₹16,000 crore investment, these projects promise 15,000 jobs and improved infrastructure across 23 districts.