HomeWest BengalNorth BengalJalpaiguri: ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে শুভেন্দুর চাপে ভাঙল খাট

Jalpaiguri: ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে শুভেন্দুর চাপে ভাঙল খাট

- Advertisement -

হুড়মুড় করে ভাঙল খাট। শুভেন্দুর বসেছিলেন। তিনিও পড়ে গেলেন। সবাই মিলে কোনওরকমে হ্যাঁচোড় প্যাঁচোড় করে টেনে তুলল। মুহূর্তে রটে গেল শুভেন্দু অধিকারী খাট ভেঙেছে। দৃশ্যত বিব্রত বিজেপি প্রতিনিধিরা। জানা গিয়েছে, এদিন বিজেপির প্রতিনিধিদল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পৌঁছয় জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে। সৌজন্যবসত তাঁকে ঘরে ঢুকিয়ে খাটে বসতে দেয় সেই পরিবার। শুভেন্দু বসতেই খাট ভেঙে পড়ে যান।

বিরোধী দলনেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর বলেন, এই নৃশংস বর্বোরচিত মর্মান্তিক ঘটনা একেবারে সমর্থন যোগ্য নয়। এখানকার রাজবংশী সমাজের মানুষ আমাদের বলছে বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনা দেখিনি। রামপুরহাট, বগটুইয়ের ঘটনার পর বেশ কিছু সমাজবিরোধী তাঁরা উৎসাহিত হয়ে ১৪ বছরের একটি নাবালিকা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন,নির্যাতিতা মৃত্যুর আগে তার বাবাকে বলে গেছে যারা তাঁর ওপর অত্যাচার করেছে তাঁদের ফাঁসির শাস্তি চাই। আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন।

   

ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশ এখন বিরোধীদের চাপে পড়ে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু ধর্ষকরা বেরিয়ে আসবে। এসে আপনাকে হুমকি দেবেতাই অভিযুক্তরা জেলে থাকাকালীন ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে শাস্তির দাবি জানাতে হবে। সেইসঙ্গে সিবিআই তদন্তের জন্য আবেদন জানানোর কথাও পরিবারের উদ্দেশ্যে জানান শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা ও শুভেন্দু বাবুর কথার সাথে সায় দেন সেখানে। এরপরেই শুভেন্দু বাবু নির্যাতিতার পরিবারকে আইনি সাহায্য ও আর্থিক সহয়তা করার আশ্বাস দিয়ে বলেন, এরা খুবই গরিব দিন খাওয়া দিন আনা পরিবার। কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।

যদিও পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই পুলিশে তৎপরতায় সন্তুষ্ট তাঁরা। তাই এখনই সিবিআই তদন্ত চাইছেন না। তবে আগামী দিনে তদন্তে গাফিলতি দেখা দিলে সিবিআই তদন্তের দাবি জানাবেন। এমনটাই দাবি নির্যাতিতার মা এর। তবে এর পিছনে কোনও চাপ আছে বলে মনে করছেন না শুভেন্দু অধিকারী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular