Jalpaiguri: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী

হাতির হানায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর। জলপাইগুড়ির (Jalpaiguri) গজলডোবা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনার পর এলাকা শোকচ্ছন্ন।

Elephant Attacks

হাতির হানায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর। জলপাইগুড়ির (Jalpaiguri) গজলডোবা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনার পর এলাকা শোকচ্ছন্ন। বৃহস্পতিবার মাধ্যমিক শুরু। আর পরীক্ষা শুরুর দিনেই এমন দু:সংবাদ এসেছে।

Advertisements

জলপাইগুড়ির গজলডোবা ও ডুয়ার্সে হাতির হানা নতুন কিছু নয়। তবে হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশ। জানা গেছে ওই পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময় হাতির হানার কবলে পড়ে।

   

গাজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকার ঘটন। এই দু:সংবাদে পুরো গাজলডোবা এলাকা শোকস্তব্ধ। হাতির হামলার ভয়ে অন্যান্য পরীক্ষার্থীরাও আতঙ্কিত।

নিহত ছাত্রের নাম অর্জুন দাস। বাবার সাথে বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে বুনো হাতির মুখে পড়ে তারা। তার পরেই ঘটে মর্মান্তিক ঘটনা। নিহত ছাত্রের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। হাতির হানায় ওই ছাত্রের মৃত্যুর জেরে তার সহপাঠিরা তীব্র আতঙ্কিত। কারণ, এই এলাকা দিয়েই তাদের পরীক্ষা দিতে যেতে হবে।