Jalpaiguri: তিস্তা চেকপোস্টে হাতি বোঝাই কয়েকটি ট্রাক ঘিরে সন্দেহ

পর পর কয়েকটি গাড়িতে হাতি রাখা আছে। এমন দশটি হাতি সহ গাড়িগুলিকে আটকালো বন দফতর। জলপাইগুড়ির (Jalpaiguri) তিস্তা চেক পোস্ট পেরিয়ে হাতি বোঝাই গাড়ি গুজরাট…

পর পর কয়েকটি গাড়িতে হাতি রাখা আছে। এমন দশটি হাতি সহ গাড়িগুলিকে আটকালো বন দফতর। জলপাইগুড়ির (Jalpaiguri) তিস্তা চেক পোস্ট পেরিয়ে হাতি বোঝাই গাড়ি গুজরাট যাচ্ছিল বলে জানা গিয়েছে।

Advertisements

সন্দেহ হওয়ার সবকটি গাড়ি আটকেছে বন দফতর। জলপাইগুড়ি জেলা বন দফতরের কর্মীরা জানিয়েছেন, ময়নাগুড়িতে হাতি বোঝাই কয়েকটি গাড়ি তিস্তা চেকপোস্টে আসা মাত্র তাদের আটকানো হয়। সবকটি গাড়ি অরুণাচলপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে গুজরাট যাচ্ছিল।

   

হাতি নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। গুজরাটের একটি ট্রাস্ট এই হাতির নিচ্ছে বলে জানা গিয়েছে।

তিস্তা চেক পোস্টে হাতি সমেত পরপর কয়েকটি গাড়ি আসতেই চাঞ্চল্য ছড়ায়। এর আগে বেশ কয়েকবার এখানে হাতির চোরাচালান আটকানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, ডিএফও বিকাশ ডি। তিনি জানান, হাতিগুলির দেহে চিপ বসানো আছে। গোরুমারা থেকে পশু চিকিৎসক এসে হাতিগুলির স্বাস্থ্য পরীক্ষা করছেন।