জেল বন্দি ছেলে! মুমূর্ষু বাবার জন্য এগিয়ে এলেন জেল রক্ষীরা

জেল বন্দি একমাত্র ছেলে। বাবার জন্য চাই রক্ত। কী করবে ভেবে না পেয়ে চিন্তায় ছেলে। মুশকিল আসান করলেন কারারক্ষীরা। ছুটে গেলেন হাসপাতালে। নিজেদের রক্ত দিয়ে…

police

জেল বন্দি একমাত্র ছেলে। বাবার জন্য চাই রক্ত। কী করবে ভেবে না পেয়ে চিন্তায় ছেলে। মুশকিল আসান করলেন কারারক্ষীরা। ছুটে গেলেন হাসপাতালে। নিজেদের রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ওই ব্যক্তির।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে একমাত্র ছেলে জেলে বন্দি। দুর্ঘটনায় মুমূর্ষু বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন জেলের রক্ষীরা। এমনই মানবিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া জেলা সংশোধনাগার। জানা গিয়েছে, বাঁকুড়ার সিমলাপাল থানার পাথরা গ্রামের বাসিন্দা সুকুমার সোরেন গত পাঁচ বছর ধরে বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দি। সম্প্রতি খবর আসে সুকুমার সোরেনের বাবা লখাই সোরেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। ভর্তি রয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যল কলেজে। চিকিৎসকেরা জানান লখাই সোরেনকে বাঁচাতে হলে আপৎকালীনভাবে চার ইউনিট রক্তের দরকার।

   

জানা গিয়েছে সেই মুহূর্তে রক্তের অভাব ছিল। এরইমধ্যে গোটা ঘটনার খবর এসে পৌঁছায় বাঁকুড়া জেলা সংশোধনাগারে। খবর পাওয়া মাত্রই জেলা সংশোধনাগারের তরফে চার রক্ষী ছুটে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। নিজেরাই উদ্যোগী হয়ে তাঁরা চার ইউনিট রক্তদান করেন। এই ঘটনায় সাধুবাদ জানিয়েছে প্রশাসনের উপরের শীর্ষস্থানীয় মহল তথা পুলিশের কর্মীরা।