ফের যাদবপুরে রহস্যমৃত্যু! ঝিলপাড় থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের মৃত্যুর ছায়া৷ বৃহস্পতিবার গভীর রাত৷ ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তখন৷ সেই সময়ই বিশ্ববিদ্যালয়ের চত্বরে পুকুর থেকে এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায়…

Jadavpur University death

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের মৃত্যুর ছায়া৷ বৃহস্পতিবার গভীর রাত৷ ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তখন৷ সেই সময়ই বিশ্ববিদ্যালয়ের চত্বরে পুকুর থেকে এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ গেট নম্বর ৪-এর কাছাকাছি ইউনিয়ন রুম সংলগ্ন ঝিলপাড়ে এই ঘটনাটি ঘটে।

মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা

সহপাঠীরা প্রথমে মরিয়া চেষ্টা চালান তাঁর জ্ঞান ফেরাতে। কিন্তু কোনও সাড়া না মেলায় দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতা ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে বিশ্ববিদ্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

   

খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ফের প্রশ্নের মুখে নিরাপত্তা Jadavpur University death

এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। কারণ, ২০২৩ সালের ৯ আগস্টও একই ক্যাম্পাসে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা-মূল হস্টেলের বারান্দা থেকে পড়ে প্রাণ হারান বাংলার বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। সেই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য।

Advertisements

ফলে বৃহস্পতিবার রাতের এই মৃত্যু নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের সুরক্ষা কতটা নিশ্চিত, সে প্রশ্ন এখন আবারও উঠে আসছে। আপাতত শোক এবং আতঙ্কের আবহে স্তব্ধ যাদবপুর ক্যাম্পাস।

West Bengal: Another tragedy strikes Jadavpur University after a female student was found unconscious in a campus pond and later pronounced dead. The incident has raised serious questions about student safety, just over a year after a ragging-related death.