Bhangar Clash: আইএসএফ-বাম ও তৃণমূলের সংঘর্ষ, ভাঙড়ে একাধিক জখম

Violence Erupts Again in Bhangar, Attack Reported on Arabul's Son's Car
Violence Erupts Again in Bhangar, Attack Reported on Arabul's Son's Car

কলকাতা পুলিশের এক্তিয়ারে আসার পর বড়সড় রাজনৈতিক সংঘর্ষে ভাঙড় গরম। তৃণমূল ও আইএসএফ-বাম জোটের মধ্যে সংঘর্ষে একাধিক জখম। চলেছে গুলি।

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। এরইমধ্যে ফের তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। বিধায়ক নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের লোকজনেদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়।

   

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, খড়গাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের লোকজন। অভিযোগ, সেই সময়েই তৃণমূলের লোকজন এসে তাদের বাধা দেয়। তখনই দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তাতেই উতপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই প্রথমে এলাকায় যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও চলছে পুলিশি টহল।

সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তারা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পরেই তাদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সরাসরি তাদের কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন