তীব্র তৃণমূল কংগ্রেস বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। পঞ্চায়েত মনোনয়ন জমা ঘিরে নওশাদের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে তীব্র সংঘাত চলছে। এমন অবস্থায় তিনি নবান্নে গেলেন।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে যেভাবে অশান্তি তৈরি হয়েছে। সুরাহা চেয়ে আমি নবান্নে এসেছিলাম। রাজ্যের অভিভাবিকার কাছে এসেছিলাম। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ভাঙড়সহ একাধিক জায়গায় বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। এটা রাজ্যের অভিভাবিকাকে জানানো দরকার।
তবে নওশাদের সাথে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির সাথে কথা বলে হুগলির এই পঞ্চায়েতে আইএসএফ ও সিপিআইএম একসাথে লড়াই করবে। ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকি বলেছেন ‘এবার ভাঙড় মডেল হবে।’