কলকাতায় সিরিয়াল কিলার স্টোনম্যান ধরা পড়েনি।তবে আশির দশকের একদম শেষের সেই পাথর দিয়ে থেঁতলে পরপর খুনের ঘটনায় এখনও শিহরণ জাগায়। বীরভূমের মহম্মদবাজারে একইরকম খুনের ঘটনা ঘটছে। ফিরে এসেছে সেই স্টোনম্যান?
দু’সপ্তাহের মধ্যে দুটি খুন৷ পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হলো। তীব্র আতঙ্ক মহম্মদবাজার এলাকায়। বুধবার সকালে মহম্মদবাজারেদিঘির পাড়ে মাথা থেঁতলানো দেহ উদ্ধার করা হয়। এলাকায় স্টোনম্যানের আতঙ্ক ছড়াল। পাথর খাদান এলাকা মহম্মদবাজার। সেখানে পাথর দিয়ে থেঁতলে দুটি খুনের তদন্তে এখনও অধরা খুনি।
বুধবার সকালে মহম্মদবাজারের মুরগাবনি এলাকায় যুবকের থেঁতলানো দেহ দেখা যায়। মৃতের গায়ে ছিল নীল গেঞ্জি ও জিনসের প্যান্ট। পুলিশ জানিয়েছে, মৃতদেহের মাথার কাছে তিনটি ভারী পাথর পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ট্রাক খালাসিকে খুন করা হয়েছে। ভারী পাথর দিয়ে মুখ ও মাথা থেঁতলে দেওয়া হয়েছে।
মহম্মদবাজারের সর্বত্র ভয়। চাপা আলোচনা, কয়লা পাথরের বখরা নিয়ে খুনের ঘটনা ঘটছে। শীতের বেলা ছোট। স্টোনম্যান ভয় শীতের মতো জাঁকিয়ে বসছে। পাথর দিয়ে খুনের বীভতস মৃতদেহের দৃশ্য দেখে এলাকাবাসী আতঙ্কিত। পরপর খুন হচ্ছে একই কায়দায়। জেলা পুলিশ খুঁজছে খুনি।