রাজীবেই ভরসা মমতার, ফিরছেন স্বপদে খুব তাড়াতাড়ি

কলকাতাঃ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করতে চাইছে রাজ্যে প্রশাসন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী কদিনের মধ্যেই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরতে চলেছেন আইপিএস রাজীব কুমার…

রাজীব কুমার

কলকাতাঃ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করতে চাইছে রাজ্যে প্রশাসন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী কদিনের মধ্যেই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরতে চলেছেন আইপিএস রাজীব কুমার (IPS Rajiv Kumar)। ভোটের আগে পুলিশ প্রশাসনিক পদ থেকে তাঁকে সরিয়ে ছিল নির্বাচন কমিশন।  

বাংলার পড়শি নেপালে বাম-কংগ্রেস জোট সরকার, মাওবাদী প্রচণ্ডর পতন নিশ্চিত

   

কিন্তু ভোট মিটতেই এবার ফের স্বমহিমায় ফিরতে চলেছেন এই দুঁদে পুলিশকর্তা। রাজীব কুমার ফিরে এলে সরে যেতে পারেন বর্তমান ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। রাজ্যের দমকলের ডিজি পদে ফিরে যেতে পারেন তিনি। নবান্নে সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহেই হতে পারে এই রদবদল। আগামীকাল শনিবার চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তারপরেই উঠে যাবে নির্বাচনের আচরন বিধি। তারপরেই এই রদবদল হবে বলে জানা গিয়েছে।

জঙ্গি সংগঠনে মহিলা সরবরাহকারী বাগদাদির স্ত্রীকে ফাঁসির সাজা

অতীতে ২০১৯ এ রাজীব কুমারকে অপসারন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর তাঁর বাসভবনে সিবিআইয়ের হানা ‘রক্তচাপ’ বাড়িয়েছিল রাজ্য প্রশাসনের। সেই সময় আচমকাই বেপাত্তা হয়ে পড়েন রাজ্যে পুলিশের এই প্রাক্তণ ডিজি।

তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তখন রাজীব কুমারকে রক্ষা করতেই অনশনে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে দলীয় নেতৃত্বদের নিয়ে অনশনে বসেন। রাতভর চলে সেই অনশন।

উপনির্বাচনের পরদিন আচমকা বেড়ে গেল বাংলার ৪ কেন্দ্রে ভোটদানের হার!

কেন্দ্র-রাজ্যের সংঘাতে বরাবরই রাজীব কুমারকে নিয়ে দড়ি টানাটানি চলেছে। ভোটকে কেন্দ্র করে পুলিশি রদবদলের ক্ষেত্রে এই দুই পক্ষের টানাপোড়েন আগামীদিনেও চলবে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের একাংশের। তবে এবার রাজীব কুমারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনিকস্তরে কী কী নয়া পদক্ষেপ নেয় সেটাই দেখার।