হজরত মহম্মদকে কটাক্ষ করান হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার ফাঁসির দাবিতে প্রবল বিক্ষোভে জ্বলছে হাওড়ার একাংশ। বিক্ষোভকারীদের হামলা দমনে গিয়ে পুলিশও আক্রান্ত। গোটা বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল নবান্ন। স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে সোমবার সকাল ছ’টা অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। প্রয়োজনে নামতে পারে সেনা।
নবান্নের তরফে বলা হয়েছে, ভয়েস কলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি রাখবে। তবে সাধারণ এসএমএস স্বাভাবিকভাবেই জারি থাকবে। বৃহস্পতিবার থেকে হাওড়ার যে সমস্ত জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, সেখানে প্রয়োজনে সেনা নামতে পারে। অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া রুরাল পুলিশের আওতাভুক্ত জেলার সমস্ত এলাকাতেই এই সিদ্ধান্ত বলবৎ হবে।
শুক্রবার বিক্ষোভের জেরে উলুবেড়িয়া অগ্নিগর্ভ। পাঁচলায় থানার সামনে পুলিশের গাড়িতে আগুন ধরায় বিক্ষোভকারীরা। বিজেপি ও তৃণমূলের দুটি পার্টি অফিসে ভাঙচুর হয়েছে। অবরোধে বিপর্যস্ত উলুবেড়িয়া থেকে সড়ক ও ট্রেন চলাচল। হাওড়া থেকে খড়্গপুর অর্থাত রেলের দক্ষিণ পূর্ব শাখায় পরপর লোকাল ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি, উলুবেড়িয়া, চেঙ্গাইল ও খড়্গপুরে আপ ও ডাউন যাত্রীরা আটকে পড়েছেন।
হজরত মহম্মদকে নিয়ে কটুক্তির জেরে সাসপেণ্ড হওয়া বিজেপি নেতা নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরোধিতা জানিয়ে বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হাওড়া। মুখ্যমন্ত্রীর অনুরোধ কাজে আসেনি। গতকাল থেকে হাওড়া কোনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ শুরু হয়৷ টানা ১১ ঘন্টা চলে বিক্ষোভ। যার জেরে প্রবল সমস্যার মুখে পড়তে হয় আম জনতাকে।