State Vs Governor: চেন্নাই এক্সপ্রেসে চেপে ‘বাদশাহী’ সংলাপে রাজ্যকে তোপ ‘লাটসাহেবে’র

Chennai Express

পঞ্চায়েত ভোটের আবহে রাজ্য-রাজ্যপাল (State Vs Governor) সংঘাত কার্যত চরমে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে অশান্তি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। এবার রাজ্য সরকারকে কড়া বার্তা দিতে শাহরুখ খানের সংলাপকে হাতিয়ার করলেন তিনি।

Advertisements

রবিবার বিবেকানন্দ সেবা সম্মানের রাজ্যপাল ভোট পর্বের কথা উল্লেখ করে বলেন, “আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। বাইরে যা হচ্ছে তা সুখকর নয়। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, নেতা প্রত্যেকে রাজ্যের মানুষের সেবার জন্য।

Advertisements

নেতা-মন্ত্রীদের এটা বুঝতে হবে। সাধারণ মানুষের স্বার্থই প্রধান। আমরা তাঁদের প্রতি একমাত্র দায়বদ্ধ। জনগণই আমাদের ক্ষমতা দেয়। এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে হেলাফেলা করবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমনম্যান।” হিন্দি সিনেমা চেন্নাই এক্সপ্রেস বাদশা শাহরুখনের এই ডায়োলগ বেশ জনপ্রিয়৷